কলাপাড়ায় ছাত্রলীগ নেতা আশিকের ওপর হামলার মামলায় গ্রেফতার -১
ইমন আল আহসান,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ফয়জুল ইসলাম আশিক ও তার শুভাকাঙ্খীদের গতকাল সন্ধায় কলাপাড়া থানা ও প্রেসক্লাবের মাঝখানে নামধারী একদল সন্ত্রাশীরা হামলা চালায়,হামলাচালিয়ে তিন জনকে গুরুতর যখম করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সেবাচিমে পাঠানো হয়েছে ।
পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।এব্যাপারে কলাপাড়া থানায় প্রধান আসামি খালিদসহ ১৪ জনের নামে একটি মামলা হয়েছে বলে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেন।
এর প্রতিবাদে ২০ আগষ্ট বিকেলে কলাপাড়া পৌরশহরে বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে ভিক্ষোব মিছিল বের করাহয় এবং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,দীর্ঘদিন যাবত কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত না হওয়ায় আশিকও খালিদ গুরুপটির হিংসাত্বক ঘটনা দিন দিন প্রকাশ্য রুপধারন করে।
এব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, খালিদসহ ১৪ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং এক জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।