কলাপাড়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ইমন আল আহসান, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এস.এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পৌর সভাপতি এস.এম হারুন-অর-রশিদ (মুক্তা)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুলতান মাহমুদ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হিরা হাওলাদার স্বপন প্রমুখ।
এছাড়াও বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের উপজেলা সহ-সভাপতি মো. শাহ-আলম, সহ-সভাপতি এম. এ রাজ্জাক সুমন, উপজেলা সাধারন সম্পাদক মহাব্বত হোসেন হাওলাদার, পৌর সাধারন সম্পাদক স্বজল কর্মকারসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
এসময় ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের পৌর শাখার সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক রুবায়েত সিমান্তের বিদ্যুৎ পিষ্ট হয়ে আকর্ষিক মৃত্যুতে দোয়া করা হয়।