কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু
ইমন আল আহসান,কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি: ৫ আগষ্ট।।পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতা ও শহর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে কলাপাড়া পৌরসভা।
সোমবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয় থেকে র্যালী বের হয়। শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া থানা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশ, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, কলাপাড়া প্রেসক্লারের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সহকারী পরিচালক সিপিপি মো.আছাদউজ্জামান খান ও সিপিপি উপজেলা টিম লিডার মোতালেব হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালীতে অংশ নেয়।
এর আগে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহŸান জানিয়ে শহরে র্যালি বের করেন।