‘কল্পনায় ছিলো এমনই একজন মানবদরদী মেয়র’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘কল্পনায় ছিলো এমনই একজন মানবদরদী মেয়র’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ১১:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

‘কল্পনায় ছিলো এমনই একজন মানবদরদী মেয়র’

সোহেল আহমেদ: প্রত্যাশা ছিলো বরিশাল নগরে এমন একজন মেয়র হবেন যিনি সাধারন মানুষের সুখ দু:খ বুঝবেন। মানুষের সেবায় নিয়োজিত থেকে সাধ্যমোতাবেক কাজ করে প্রশংসিত হবেন। যেটা এর আগে হয়েছিলেন সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরণ।

গেলো নির্বাচনে মানুষের সেবার ব্রত নিয়ে বিজয়ী হয়েছিলেন তরুন প্রজন্ম’র অহংকার সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনেকেই মনে করেছিলেন তার অনুসারীদের কারনে মেয়র সাদিক বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। অবশ্য মনেকরার যথেষ্ঠ কারণও আছে। সাদিক আবদুল্লাহ তরুন প্রজন্মকে যেভাবে বুকে আঁকড়ে নিয়ে অল্প সময়ে দলের অবস্থান এতাই শক্তিশালি পর্যয়ে নিয়ে গেছেন, যা এযাবতকালে বরিশালের কোন নেতা পেড়েছেন বলে মনেহয়না।

সেই তরুনদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে সাদিক আবদুল্লাহ হিমশিম খাবেন অথবা না পাওয়ার বেদনায় ক্ষোভে তার অনুসারীরা অশান্তির সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে এমন আতংক জন্মানো প্রথম কিন্তু অযৌক্তিক ছিলোনা। আগেই বলেছি এর কারণ!

কিন্তু একজন সাদিক আবদুল্লাহ যখন মেয়র হলেন, পাল্টে গেলো সব চিত্র। পাল্টাতে শুরু করল মানুষের সেই অজানা সন্দেহের। কি এক মেধা খাঠিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ হচ্ছেন প্রশংসিত। নগর ভবনের চাকরিজীবী থেকে শুরু করে বরিশালের প্রায় সব মহলের কাছেই সাদিক আবদুল্লাহ গনমানুষের মানবদরদী মেয়র হিসেবে পরিচিতি লাভ করছেন।

অবশ্য ভিন্নদলের রাজনিতীর খাতিলে অনেকে সাদিকের বাস্তব প্রশংসিত কাজগুলোর খুঁত ধরবেন এটা নিতান্তই স্বাভাবিক।

গত ঈদে বরিশালের মানুষের যেভাবে দিনরাত নিরাপত্তা সেবা দিয়েছিলেন এবারও একইসেবায় নিজেকে গত কয়েকদিন যাবৎ রেখেছেন সড়কে!  উদ্দেশ্য দূর থেকে আসা বরিশালের যাত্রীরা যেনো সাজছন্দে ঘরে ফিরতে পারে। সারা রাত সজাগ থেকে নিজেই তদারিকি করছেন।

এবার যে কারোণে বেশি প্রশংসিত হলেন মেয়র সাদিক আবদুল্লাহ তা হল ঈদে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নাড়ির টানে ফেরা ঘড়মুখো মানুষের পাশে গভীর রাতে পাশে এসে দাড়িয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ঘরমুখো মানুষদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থাও করেছেন তিনি।

পাশাপাশি অসুস্থ রোগীদের বিশেষ সার্ভিসের মাধ্যমে গাড়িতে উঠিয়ে দেয়া হচ্ছে। আর এসকল কাজের তদারকি করছেন নিজেই । দক্ষিণাঞ্চল মুখী মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চগুলোতে স্বাভাবিক দিনের থেকে আজ (১০ আগষ্ট) যাত্রী সংখ্যা খুব বেশিই ছিল।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে থেকে যাত্রী নিয়ে রাজধানী ঢাকা ত্যাগ করতে শুরু করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নানান রুটে যাত্রীরা, যার মধ্যে বেশিরভাগ যাত্রীই নৌপথে লঞ্চযোগে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরই ধারাবাহিকতায় মধ্যরাত থেকে বরিশাল নদী বন্দরে যাত্রীবাহী লঞ্চগুলো এসে পৌঁছালে বেড়ে যায় ভিড়। জিয়াউল হক নামে ঢাকা থেকে আগত এক লঞ্চযাত্রী জানান,বরিশাল লঞ্চঘাটে নামার সাথে সাথেই বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নানামুখী উদ্যোগে দেখে মনে হচ্ছে খুব সহযেই গন্তব্যে পৌছাতে পারবে বলেও জানান তিনি।

অপরদিকে অভ্যন্তরীন রুটের লঞ্চগুলো ৫ টার পর থেকে যাত্রা শুরু করলেও সেগুলোতে যাত্রীরা গিয়ে
অবস্থান নিয়েছেন। মধ্যরাতে লঞ্চ থেকে নেমে হয়রানি রোধে পল্টুন ও নদী বন্দর ভবনের সামনে যাত্রীদের জন্য বসার ব্যবস্থা ও ছাউনি করা হয়েছে। একই সাথে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে যাত্রীদের
জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। যে বাসগুলো লঞ্চে ঢাকা থেকে আসা যাত্রীদের নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস স্ট্যান্ড ও রুপাতলী বাসস্ট্যান্ডে নিরাপদে পৌঁছে দিচ্ছে। সাধারন যাত্রীদের মুখে কল্পনায় এমন একজন মানবদরদী চেয়েছিলাম। হয়ত খোদা আমাদের বরিশালবাসীর জন্য সেরকমই একজন মেয়র উপহার দিয়েছেন।

সম্পাদনায়: শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

‘কল্পনায় ছিলো এমনই একজন মানবদরদী মেয়র’

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ১১:৩৬ অপরাহ্ণ

সোহেল আহমেদ: প্রত্যাশা ছিলো বরিশাল নগরে এমন একজন মেয়র হবেন যিনি সাধারন মানুষের সুখ দু:খ বুঝবেন। মানুষের সেবায় নিয়োজিত থেকে সাধ্যমোতাবেক কাজ করে প্রশংসিত হবেন। যেটা এর আগে হয়েছিলেন সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরণ।

গেলো নির্বাচনে মানুষের সেবার ব্রত নিয়ে বিজয়ী হয়েছিলেন তরুন প্রজন্ম’র অহংকার সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনেকেই মনে করেছিলেন তার অনুসারীদের কারনে মেয়র সাদিক বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। অবশ্য মনেকরার যথেষ্ঠ কারণও আছে। সাদিক আবদুল্লাহ তরুন প্রজন্মকে যেভাবে বুকে আঁকড়ে নিয়ে অল্প সময়ে দলের অবস্থান এতাই শক্তিশালি পর্যয়ে নিয়ে গেছেন, যা এযাবতকালে বরিশালের কোন নেতা পেড়েছেন বলে মনেহয়না।

সেই তরুনদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে সাদিক আবদুল্লাহ হিমশিম খাবেন অথবা না পাওয়ার বেদনায় ক্ষোভে তার অনুসারীরা অশান্তির সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে এমন আতংক জন্মানো প্রথম কিন্তু অযৌক্তিক ছিলোনা। আগেই বলেছি এর কারণ!

কিন্তু একজন সাদিক আবদুল্লাহ যখন মেয়র হলেন, পাল্টে গেলো সব চিত্র। পাল্টাতে শুরু করল মানুষের সেই অজানা সন্দেহের। কি এক মেধা খাঠিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ হচ্ছেন প্রশংসিত। নগর ভবনের চাকরিজীবী থেকে শুরু করে বরিশালের প্রায় সব মহলের কাছেই সাদিক আবদুল্লাহ গনমানুষের মানবদরদী মেয়র হিসেবে পরিচিতি লাভ করছেন।

অবশ্য ভিন্নদলের রাজনিতীর খাতিলে অনেকে সাদিকের বাস্তব প্রশংসিত কাজগুলোর খুঁত ধরবেন এটা নিতান্তই স্বাভাবিক।

গত ঈদে বরিশালের মানুষের যেভাবে দিনরাত নিরাপত্তা সেবা দিয়েছিলেন এবারও একইসেবায় নিজেকে গত কয়েকদিন যাবৎ রেখেছেন সড়কে!  উদ্দেশ্য দূর থেকে আসা বরিশালের যাত্রীরা যেনো সাজছন্দে ঘরে ফিরতে পারে। সারা রাত সজাগ থেকে নিজেই তদারিকি করছেন।

এবার যে কারোণে বেশি প্রশংসিত হলেন মেয়র সাদিক আবদুল্লাহ তা হল ঈদে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নাড়ির টানে ফেরা ঘড়মুখো মানুষের পাশে গভীর রাতে পাশে এসে দাড়িয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ঘরমুখো মানুষদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থাও করেছেন তিনি।

পাশাপাশি অসুস্থ রোগীদের বিশেষ সার্ভিসের মাধ্যমে গাড়িতে উঠিয়ে দেয়া হচ্ছে। আর এসকল কাজের তদারকি করছেন নিজেই । দক্ষিণাঞ্চল মুখী মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চগুলোতে স্বাভাবিক দিনের থেকে আজ (১০ আগষ্ট) যাত্রী সংখ্যা খুব বেশিই ছিল।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে থেকে যাত্রী নিয়ে রাজধানী ঢাকা ত্যাগ করতে শুরু করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নানান রুটে যাত্রীরা, যার মধ্যে বেশিরভাগ যাত্রীই নৌপথে লঞ্চযোগে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরই ধারাবাহিকতায় মধ্যরাত থেকে বরিশাল নদী বন্দরে যাত্রীবাহী লঞ্চগুলো এসে পৌঁছালে বেড়ে যায় ভিড়। জিয়াউল হক নামে ঢাকা থেকে আগত এক লঞ্চযাত্রী জানান,বরিশাল লঞ্চঘাটে নামার সাথে সাথেই বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নানামুখী উদ্যোগে দেখে মনে হচ্ছে খুব সহযেই গন্তব্যে পৌছাতে পারবে বলেও জানান তিনি।

অপরদিকে অভ্যন্তরীন রুটের লঞ্চগুলো ৫ টার পর থেকে যাত্রা শুরু করলেও সেগুলোতে যাত্রীরা গিয়ে
অবস্থান নিয়েছেন। মধ্যরাতে লঞ্চ থেকে নেমে হয়রানি রোধে পল্টুন ও নদী বন্দর ভবনের সামনে যাত্রীদের জন্য বসার ব্যবস্থা ও ছাউনি করা হয়েছে। একই সাথে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে যাত্রীদের
জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। যে বাসগুলো লঞ্চে ঢাকা থেকে আসা যাত্রীদের নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস স্ট্যান্ড ও রুপাতলী বাসস্ট্যান্ডে নিরাপদে পৌঁছে দিচ্ছে। সাধারন যাত্রীদের মুখে কল্পনায় এমন একজন মানবদরদী চেয়েছিলাম। হয়ত খোদা আমাদের বরিশালবাসীর জন্য সেরকমই একজন মেয়র উপহার দিয়েছেন।

সম্পাদনায়: শামীম আহমেদ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’