কারিগরি শিক্ষায় নিবেদিত তরুণ ময়মনসিংহের তৌহিদুজ্জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কারিগরি শিক্ষায় নিবেদিত তরুণ ময়মনসিংহের তৌহিদুজ্জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০১৯ ৩:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

কারিগরি শিক্ষায় নিবেদিত তরুণ ময়মনসিংহের তৌহিদুজ্জামান

তানজিদ শুভ্র,দৈনিক বরিশাল ২৪.কম: মোঃ তৌহিদুজ্জামান, কারিগরি শিক্ষার প্রতি অসম্ভব দুর্বল এক মানুষ, জীবনে সফলও হয়েছেন তিনি। মেধাবী তৌহিদ  ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার অজোপাড়া গায়ে বেড়ে উঠলেও ছাত্র জীবন আর কর্মজীবন অনেকটা গল্পের মতো।
নিজে নগন্য মানুষ হলেও বিপথে চলে যাওয়া অনেক যুবককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টার কমতি নেই তৌহিদের। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান- কারিগরি শিক্ষা নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা ডিপ্লোমা পাশ করা চাকুরী প্রত্যাশীদের সোস্যাল নেটওয়ার্ক এ সঠিক তথ্য কিংবা প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ সার্বিক সহযোগীতা করায় কারিগরি শিক্ষা বিষয়ক প্রতিটি ফেসবুক গ্রুপে জনপ্রিয় মুখ তৌহিদুজ্জামান তৌহিদ।১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল দেওনাইপাড় গ্রামে জন্মগ্রহণ করে তৌহিদ। দুই ভাইয়ের মধ্যে তৌহিদ বড়। ক্ষুদ্র ব্যবসায়ী বাবা মোঃ আব্দুস ছালাম আর গৃহিণী মা মোছাঃ ফজিলা খাতুনের প্রথম সন্তান তৌহিদের শিক্ষা জীবনের হাতেখড়ি মমতাময়ী মায়ের হাত ধরে। শৈশব আর কৈশোরের শুরুটা নিজ গায়ে। বাড়ির পাশের ১৬ নং কুশমাইল কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মক্তব্যে শিক্ষা জীবন শেষে উপজেলা সদরের আল-হেরা একাডেমি (উচ্চ বিদ্যালয়) থেকে জেএসসি পাশ করেন। অষ্টম শ্রেণিতে পড়াশোনা চলাকালীন লোকমুখে শুনে কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট হন তিনি।

মায়ের সম্মতিতে ভর্তির আগেই পরিদর্শন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ। মনের চাওয়াগুলো যেন সেখানেই পেয়ে যায় তৌহিদ। টিটিসি ময়মনসিংহে নবম শ্রেণিতে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ-৫.০০ পেয়ে এস.এস.সি. উত্তীর্ণ হয়।

পরবর্তীতে ডিপ্লোমা কোর্সে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনার সুযোগ হয়। নতুন পরিবেশে নিজেকে খুঁজে নিয়ে নতুন মাত্রায় যখন পথচলা তখন পারিপার্শ্বিক বেশ কিছু অবস্থার কারণে পরিবারের অনুরোধে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে স্থানান্তর হন। কোর্স সম্পন্ন করার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন শুরু করেন তৌহিদ। পাশাপাশি জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক কাঠামো’র চারটি লেভেল সম্পন্ন করে অর্জন করেছেন জাতীয় দক্ষতা সনদ।

শিক্ষকতা যেন তৌহিদের নিত্য নেশা। ডিপ্লোমা কোর্স চলাকালীন সময় থেকেই বিভিন্ন টেকনিক্যাল ইন্সটিটিউটে পাঠদানের অভিজ্ঞতা রয়েছে তার। মোমেনশাহী টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দীর্ঘদিন শিক্ষাকতার পর বর্তমান অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)’র একজন অ্যাসেসর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

যেসব ছেলে সারাদিন ঘুরে বেড়াতে অব্যস্ত ছিল সেসব ছেলেদের পড়াশোনায় আকৃষ্ট করে কারিগরি শিক্ষার ছায়াতলে এনে দক্ষ নাগরিক বানানোর চেষ্টার কমতি নেই তৌহিদের। নিজের অর্থ খরচে ভর্তি করেছে এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। ছোটবেলায় পড়াশোনার হুসেব চুকিয়ে বাড়ি ছেড়ে কর্মজীবী হয়ে উঠা ব্যক্তিকেও কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য ভর্তি করিয়েছিলেন একজনকে।

সেখানে সফলতার হাসি উদয়ও হয়েছে। সে ব্যক্তিটি আজ স্টিল ও ফার্নিচার বিষয়ক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন সফল মালিক। মাধ্যমিকের আগেই পড়াশোনা থেকে ঝড়া পড়া আরেক কিশোরকে ভোকেশনাল বিভাগে ভর্তি করে সুযোগ মতো নিজে পড়িয়ে ফিরিয়ে এনেছেন আবারও শিক্ষার আলোয়। এ ছেলেটি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে।

এসবের পাশাপাশি বর্তমানে যখন ফেসবুক যোগাযগের বৃহৎ প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে তখন সেখানে বিভিন্ন বিষয়ে সহজেই অবগত করা যায়। সোস্যাল সাইটসহ বিভিন্ন অনলাইন পোর্টালে কারিগরি শিক্ষা নিয়ে নিয়মিত লেখালেখি করেন তৌহিদ। তার উদ্দ্যেশ্য কারিগরি শিক্ষা নিয়ে যেন সকলের মাঝে ইতিবাচক ধারণা সৃষ্টি হয় এবং এ শিক্ষায় শিক্ষিত কেউ যেন কর্মহারা না থাকে। সেজন্য প্রতিনিয়ত চাকুরী বিজ্ঞপ্তি কিংবা বিভিন্ন বিজ্ঞপ্তি সংগ্রহ করে সকলের মাঝে ছড়িয়ে দেন। এ বিষয়টি থেকে অনেকেই উপকৃত হওয়ার কথাও জানায় ফেসবুক টাইমলাইনে।

এরকম সহযোগীতামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত আছে তৌহিদুজ্জামান তৌহিদ। তৌহিদ একজন রক্তদাতাও বটে। তৌহিদের ভাষ্যে, “আমি তো সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারব না, আর এক রক্তদানের পর আরেকবার দেওয়ার মাঝে একটা দীর্ঘ সময় যায়। তবে, কারও রক্ত প্রয়োজন হলে আমি চেষ্টা করি ঐ গ্রুপের দাতা খোঁজতে। রক্তদানের আনন্দই আলাদা!” ছুটিতে যখন বাড়িতে থাকেন তখন নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকে। ছোট ছোত ছেলেমেয়েদের সাথে সময় কাটাতেই বেশি ভালোবাসে তৌহিদ। কারিগরি শিক্ষা বিষয়ক লেখালেখির পাশাপাশি তার কলম থেকে এসেছে বেশ কয়েকটি ছড়া-কবিতা ও চমৎকার একাধিক ছোট গল্প।

ভিন্ন প্রতিভাধর তৌহিদুজ্জামান তৌহিদ স্বপ্ন দেখে এক সুন্দর আগামীর, কারিগরি শিক্ষায় স্বাবলম্বী একটি জাতির। তৌহিদ তার স্বপ্ন নিয়ে বলে- “আমি আমার এলাকায় একটি বেকার যুবকদের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করতে চাই। যেখানে তারা প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাদেরকে বেকারত্বের অভিশাপ দূর করে দক্ষ নাগরিক হিসেবে পরিচিত করে তুলতে চাই। যেহেতু আমি এখনও যথেষ্ঠ স্বাবলম্বী হই নি, সেহেতু এ বিষয়ে সমাজের বিত্তশালী ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।”

দৈনিক বরিশাল ২৪

কারিগরি শিক্ষায় নিবেদিত তরুণ ময়মনসিংহের তৌহিদুজ্জামান

মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯ ৩:৩০ পূর্বাহ্ণ
তানজিদ শুভ্র,দৈনিক বরিশাল ২৪.কম: মোঃ তৌহিদুজ্জামান, কারিগরি শিক্ষার প্রতি অসম্ভব দুর্বল এক মানুষ, জীবনে সফলও হয়েছেন তিনি। মেধাবী তৌহিদ  ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার অজোপাড়া গায়ে বেড়ে উঠলেও ছাত্র জীবন আর কর্মজীবন অনেকটা গল্পের মতো।
নিজে নগন্য মানুষ হলেও বিপথে চলে যাওয়া অনেক যুবককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টার কমতি নেই তৌহিদের। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান- কারিগরি শিক্ষা নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা ডিপ্লোমা পাশ করা চাকুরী প্রত্যাশীদের সোস্যাল নেটওয়ার্ক এ সঠিক তথ্য কিংবা প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ সার্বিক সহযোগীতা করায় কারিগরি শিক্ষা বিষয়ক প্রতিটি ফেসবুক গ্রুপে জনপ্রিয় মুখ তৌহিদুজ্জামান তৌহিদ।১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল দেওনাইপাড় গ্রামে জন্মগ্রহণ করে তৌহিদ। দুই ভাইয়ের মধ্যে তৌহিদ বড়। ক্ষুদ্র ব্যবসায়ী বাবা মোঃ আব্দুস ছালাম আর গৃহিণী মা মোছাঃ ফজিলা খাতুনের প্রথম সন্তান তৌহিদের শিক্ষা জীবনের হাতেখড়ি মমতাময়ী মায়ের হাত ধরে। শৈশব আর কৈশোরের শুরুটা নিজ গায়ে। বাড়ির পাশের ১৬ নং কুশমাইল কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মক্তব্যে শিক্ষা জীবন শেষে উপজেলা সদরের আল-হেরা একাডেমি (উচ্চ বিদ্যালয়) থেকে জেএসসি পাশ করেন। অষ্টম শ্রেণিতে পড়াশোনা চলাকালীন লোকমুখে শুনে কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট হন তিনি।

মায়ের সম্মতিতে ভর্তির আগেই পরিদর্শন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ। মনের চাওয়াগুলো যেন সেখানেই পেয়ে যায় তৌহিদ। টিটিসি ময়মনসিংহে নবম শ্রেণিতে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ-৫.০০ পেয়ে এস.এস.সি. উত্তীর্ণ হয়।

পরবর্তীতে ডিপ্লোমা কোর্সে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনার সুযোগ হয়। নতুন পরিবেশে নিজেকে খুঁজে নিয়ে নতুন মাত্রায় যখন পথচলা তখন পারিপার্শ্বিক বেশ কিছু অবস্থার কারণে পরিবারের অনুরোধে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে স্থানান্তর হন। কোর্স সম্পন্ন করার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন শুরু করেন তৌহিদ। পাশাপাশি জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক কাঠামো’র চারটি লেভেল সম্পন্ন করে অর্জন করেছেন জাতীয় দক্ষতা সনদ।

শিক্ষকতা যেন তৌহিদের নিত্য নেশা। ডিপ্লোমা কোর্স চলাকালীন সময় থেকেই বিভিন্ন টেকনিক্যাল ইন্সটিটিউটে পাঠদানের অভিজ্ঞতা রয়েছে তার। মোমেনশাহী টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দীর্ঘদিন শিক্ষাকতার পর বর্তমান অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)’র একজন অ্যাসেসর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

যেসব ছেলে সারাদিন ঘুরে বেড়াতে অব্যস্ত ছিল সেসব ছেলেদের পড়াশোনায় আকৃষ্ট করে কারিগরি শিক্ষার ছায়াতলে এনে দক্ষ নাগরিক বানানোর চেষ্টার কমতি নেই তৌহিদের। নিজের অর্থ খরচে ভর্তি করেছে এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। ছোটবেলায় পড়াশোনার হুসেব চুকিয়ে বাড়ি ছেড়ে কর্মজীবী হয়ে উঠা ব্যক্তিকেও কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য ভর্তি করিয়েছিলেন একজনকে।

সেখানে সফলতার হাসি উদয়ও হয়েছে। সে ব্যক্তিটি আজ স্টিল ও ফার্নিচার বিষয়ক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন সফল মালিক। মাধ্যমিকের আগেই পড়াশোনা থেকে ঝড়া পড়া আরেক কিশোরকে ভোকেশনাল বিভাগে ভর্তি করে সুযোগ মতো নিজে পড়িয়ে ফিরিয়ে এনেছেন আবারও শিক্ষার আলোয়। এ ছেলেটি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে।

এসবের পাশাপাশি বর্তমানে যখন ফেসবুক যোগাযগের বৃহৎ প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে তখন সেখানে বিভিন্ন বিষয়ে সহজেই অবগত করা যায়। সোস্যাল সাইটসহ বিভিন্ন অনলাইন পোর্টালে কারিগরি শিক্ষা নিয়ে নিয়মিত লেখালেখি করেন তৌহিদ। তার উদ্দ্যেশ্য কারিগরি শিক্ষা নিয়ে যেন সকলের মাঝে ইতিবাচক ধারণা সৃষ্টি হয় এবং এ শিক্ষায় শিক্ষিত কেউ যেন কর্মহারা না থাকে। সেজন্য প্রতিনিয়ত চাকুরী বিজ্ঞপ্তি কিংবা বিভিন্ন বিজ্ঞপ্তি সংগ্রহ করে সকলের মাঝে ছড়িয়ে দেন। এ বিষয়টি থেকে অনেকেই উপকৃত হওয়ার কথাও জানায় ফেসবুক টাইমলাইনে।

এরকম সহযোগীতামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত আছে তৌহিদুজ্জামান তৌহিদ। তৌহিদ একজন রক্তদাতাও বটে। তৌহিদের ভাষ্যে, “আমি তো সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারব না, আর এক রক্তদানের পর আরেকবার দেওয়ার মাঝে একটা দীর্ঘ সময় যায়। তবে, কারও রক্ত প্রয়োজন হলে আমি চেষ্টা করি ঐ গ্রুপের দাতা খোঁজতে। রক্তদানের আনন্দই আলাদা!” ছুটিতে যখন বাড়িতে থাকেন তখন নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকে। ছোট ছোত ছেলেমেয়েদের সাথে সময় কাটাতেই বেশি ভালোবাসে তৌহিদ। কারিগরি শিক্ষা বিষয়ক লেখালেখির পাশাপাশি তার কলম থেকে এসেছে বেশ কয়েকটি ছড়া-কবিতা ও চমৎকার একাধিক ছোট গল্প।

ভিন্ন প্রতিভাধর তৌহিদুজ্জামান তৌহিদ স্বপ্ন দেখে এক সুন্দর আগামীর, কারিগরি শিক্ষায় স্বাবলম্বী একটি জাতির। তৌহিদ তার স্বপ্ন নিয়ে বলে- “আমি আমার এলাকায় একটি বেকার যুবকদের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করতে চাই। যেখানে তারা প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাদেরকে বেকারত্বের অভিশাপ দূর করে দক্ষ নাগরিক হিসেবে পরিচিত করে তুলতে চাই। যেহেতু আমি এখনও যথেষ্ঠ স্বাবলম্বী হই নি, সেহেতু এ বিষয়ে সমাজের বিত্তশালী ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।”

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  উপদেষ্টা হাসান আরিফ আর নেই   বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের   বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ