কালো হরিণ চোখ নিয়ে এলেন মৌসুমী হামিদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকে সম্প্রতি অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
কবির ‘বাদলও বরিষণে’র ছায়া অবলম্বনে রচিত এ নাটকের নাম ‘কালো হরিণ চোখ’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন বিষ্ণু ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকে মৌসুমী হামিদ অভিনয় করেছেন কাজরী চরিত্রে। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ঈদের পরপরই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে কালো হরিণ চোখ নাটকে কাজ করেছি। আমাকে কাজরী চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য নির্মাতার প্রতি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ আগামী ২৯ আগস্ট মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।