কিস্তি পরিশোধে ব্যর্থ, বৃদ্ধা মায়ের ওপর হামলা এনজিও’র কর্মকর্তার
শামীম আহমেদ: একটি বেসরকারী এনজিও’র ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় দিনমজুর ও তার বৃদ্ধা
মায়ের ওপর হামলা চালিয়েছে ওই এনজিও’র তিন কর্মকর্তা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হামলার ঘটনায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটার দিকে জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামে। হামলায় আহত ওই গ্রামের দিনমজুর জগদীশ বাড়ৈ জানান, আর্থিক সংকটের কারণে গত তিন মাস
পূর্বে তিনি বেসরকারী এনজিও আশা সংস্থার আগৈলঝাড়া শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ গ্রহন
করেন। অর্থ সংকটের কারণে তিনি ঠিকমতো কিস্তি পরিশোধে ব্যর্থ হন।
এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে ওই সংস্থার আগৈলঝাড়া শাখার সহকারী ম্যানেজারসহ তিন কর্মকর্তা স্থানীয় দিপেন বাড়ৈকে সাথে নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তার বৃদ্ধ মা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক বাসিন্দারা জানান, উত্তর শিহিপাশা ও উত্তর চাঁদশী
গ্রামের কতিপয় সুদি মহাজন ঈদ বোনাস সমিতির নামে গ্রামের অসহায় পরিবারের সরলতার সুযোগ নিয়ে চরা সুদে টাকা দিয়ে থাকেন। কয়েকদিন পর সুদের টাকা পরিশোধ করতে না পারায় সুদি মহাজনরা অসহায় পরিবারগুলোর উপর অত্যাচার শুরু করে। একপর্যায়ে ভিটে মাটি বিক্রি করে ওই টাকা পরিশোধ করতে হয়।
এভাবেই ওই দুই গ্রামের সাতটি পরিবার নিঃস্ব হয়ে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে।