কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
অনলাইন নিউজঃকুষ্টিয়ায় মহাসড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত ১৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর ও কুমারখালী উপজেলায় সোমবার ভোরে ঘটনা দুটি ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে দৌলতপুর থেকে একটি ভটভটি নিয়ে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন ব্যাপারিরা। ভোর পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়।
এতে ভটভটিতে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ৯ জন।
নিহতরা হলেন গাফফার হোসেন, ছানু মন্ডল ও ইনতা সর্দ্দার। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ভোর ৪ টার পরে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক সদর উপজেলার মহিষাডাঙ্গায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে একজন নিহত হন। আহত হন চারজন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহ চারটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। সূত্রঃ দৈনিক বাংলা