কুড়িগ্রাম ডিসির সহযোগীতায় অবশেষে শিকলমুক্ত হলো শিশুটি
শাহ মোঃ শামসুজ্জোহা : কুড়িগ্রাম ডিসির সহযোগীতায় অবশেষে শিকলমুক্ত হলো শিশুটি। জেলা প্রশাসক কুড়িগ্রাম মোছাঃ সুলতানা পারভীন এর নির্দেশনায় চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন এর জুম্মাপাড়া নিবাসী শফিকুল ইসলামের কন্যা সুরভী আক্তার (৬) কে গতকাল শিকল মুক্ত করা হয়েছে।
আজ সরেজমিনে শিশুটির বাড়ী পরিদর্শন করা হয়। শিশুটি সিজোফ্রেনিয়া নামক সাইকসিস রোগে আক্রান্ত। শিশুটি রংপুরের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন। শিশুটির পরিবার আর্থিক সমস্যার জন্য চিকিৎসা চালাতে পারছেন না।
শিশুটি দিকবিদিক ছোটাছুটি করে এবং পানিতে লাফ দেয় জন্য তার পরিবার তাকে বেধে রাখে। এভাবে শিকল দিয়ে বেধে রাখাটা অমানবিক। তাই জেলা প্রশাসক নির্দেশে শিশুটির চিকিৎসা সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য যথাযথ ব্যবস্থা ও সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়, শিশুটির পরিবার বন্যাদুর্গত হওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়, শিশুটির পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প “জমি আছে ঘর নাই” প্রকল্প হতে একটি ঘর দেয়ার আশ্বাস দেয়া হয়, শিশুটিকে প্রতিবন্ধী যাচাইপূর্বক তাকে প্রতিবন্ধী কার্ড দেয়ার আশ্বাস দেয়া হয় এবং সোলার লাইট দেয়ার আশ্বাস দেয়া হয়।
সর্বপরি শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস ও আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
(ফেসবুক থেকে সংগৃহীত
লেখক: শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা নির্বাহী অফিসার,চিলমারী, কুড়িগ্রাম।