কেউ নেই দেখার, স্কুল পড়ুয়া শিশুরা ঝুঁকি নিয়ে পার হচ্ছ সাঁকো - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কেউ নেই দেখার, স্কুল পড়ুয়া শিশুরা ঝুঁকি নিয়ে পার হচ্ছ সাঁকো - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

কেউ নেই দেখার, স্কুল পড়ুয়া শিশুরা ঝুঁকি নিয়ে পার হচ্ছ সাঁকো

ইমন আল আহসান,(কলাপাড়া) পটুয়াখালী থেকে: লালুয়া ইউনিয়নের রামনাবাধ চ্যানেল লাগোয়া চাড়িপাড়া গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল রক্ষাকরছে দৈনিক প্রায় ৬০ টি ঝুকিপূর্ন সাঁকো পার হয়ে।

পাশাপাশি স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা রয়েছে চরম দুর্ভোগে।চাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি একে বারেই প্রমত্তা রামনাবাদের করালগ্রাসের স্বীকার যেকোন সমই এ স্কুল ভবনটি নদীগর্ভে হারিয়ে যেতেপাড়ে।

দেশের তৃতীয় গুরুত্বপূর্ন সামুদ্রিক বন্দর এই রামনাবাদ নদীর তীরঘেষে লালুয়ায় অবস্থান।বরাবরই রামনাবাদ নদীটিই লালুয়া বাসীর দু:খ।

আশার কথা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই রামনাবাদ কে ঘিরেই দেশের তৃতীয় সামুদ্রিক বন্দর উদ্ভোধন করেন এবং ঐ মাফিক ভূমি অধিগ্রহন করায় ঐ এলাকাটি এখন পায়রাবন্দর কর্তৃপক্ষের আওতায় চলেযায়।

একারনে স্থানীয় সরকার কিংবা দাতা সংস্থা এ এলাকার অবকাঠামো উন্নয়নে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। এখানকার বসবাসকারী হাজারও মানুষ রয়েছেন চরমদুর্ভোগে।

মুমূর্ষ রুগিদের ক্ষেত্রে উপজেলা সদর হাসপাতালে নদী পথে চার পাঁচ ঘন্টা পাড়িদিয়ে আসতে হয় কলাপাড়ায়। চাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়,রহিম উদ্দিন বিদ্যালয় ,হালিম খাঁন দাখিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এ মরন ফাঁদের সাঁকো পাড়াপারে প্রতিদিনের বিড়াম্বনার।

পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রবিউল ইসলাম জানান,চাড়িপাড়া থেকে এ এলাকার একমাত্র বানাতী বাজার পর্যন্ত পাঁচ কি:মি: পথে ছোট বড় বিপদ জনক নয়টি সাঁকোপার হয়ে বাজারে ও উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়।

তার ওপর যোয়ার ভাটার পানিতে ফসলের মাঠসহ পথঘাট কাঁদা মটিতে একাকার হয়েযায় এসব দুর্ভোগী মানুষের জন্য একটু চলাচলের পথ তৈরি করার জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই।

কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মান্নান জানান,পায়রা পোট কর্তৃপক্ষ চিঠি দিয়েছে কোন কাজ না করার জন্য।কাজ করলে পায়রা বন্দর কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কাজ করতে হবে।

দৈনিক বরিশাল ২৪.কম/ইমন আল আহসান

দৈনিক বরিশাল ২৪

কেউ নেই দেখার, স্কুল পড়ুয়া শিশুরা ঝুঁকি নিয়ে পার হচ্ছ সাঁকো

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ

ইমন আল আহসান,(কলাপাড়া) পটুয়াখালী থেকে: লালুয়া ইউনিয়নের রামনাবাধ চ্যানেল লাগোয়া চাড়িপাড়া গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল রক্ষাকরছে দৈনিক প্রায় ৬০ টি ঝুকিপূর্ন সাঁকো পার হয়ে।

পাশাপাশি স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা রয়েছে চরম দুর্ভোগে।চাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি একে বারেই প্রমত্তা রামনাবাদের করালগ্রাসের স্বীকার যেকোন সমই এ স্কুল ভবনটি নদীগর্ভে হারিয়ে যেতেপাড়ে।

দেশের তৃতীয় গুরুত্বপূর্ন সামুদ্রিক বন্দর এই রামনাবাদ নদীর তীরঘেষে লালুয়ায় অবস্থান।বরাবরই রামনাবাদ নদীটিই লালুয়া বাসীর দু:খ।

আশার কথা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই রামনাবাদ কে ঘিরেই দেশের তৃতীয় সামুদ্রিক বন্দর উদ্ভোধন করেন এবং ঐ মাফিক ভূমি অধিগ্রহন করায় ঐ এলাকাটি এখন পায়রাবন্দর কর্তৃপক্ষের আওতায় চলেযায়।

একারনে স্থানীয় সরকার কিংবা দাতা সংস্থা এ এলাকার অবকাঠামো উন্নয়নে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। এখানকার বসবাসকারী হাজারও মানুষ রয়েছেন চরমদুর্ভোগে।

মুমূর্ষ রুগিদের ক্ষেত্রে উপজেলা সদর হাসপাতালে নদী পথে চার পাঁচ ঘন্টা পাড়িদিয়ে আসতে হয় কলাপাড়ায়। চাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়,রহিম উদ্দিন বিদ্যালয় ,হালিম খাঁন দাখিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এ মরন ফাঁদের সাঁকো পাড়াপারে প্রতিদিনের বিড়াম্বনার।

পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রবিউল ইসলাম জানান,চাড়িপাড়া থেকে এ এলাকার একমাত্র বানাতী বাজার পর্যন্ত পাঁচ কি:মি: পথে ছোট বড় বিপদ জনক নয়টি সাঁকোপার হয়ে বাজারে ও উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়।

তার ওপর যোয়ার ভাটার পানিতে ফসলের মাঠসহ পথঘাট কাঁদা মটিতে একাকার হয়েযায় এসব দুর্ভোগী মানুষের জন্য একটু চলাচলের পথ তৈরি করার জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই।

কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মান্নান জানান,পায়রা পোট কর্তৃপক্ষ চিঠি দিয়েছে কোন কাজ না করার জন্য।কাজ করলে পায়রা বন্দর কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কাজ করতে হবে।

দৈনিক বরিশাল ২৪.কম/ইমন আল আহসান

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ