কেন্দ্রের সব সিদ্ধান্তই বদলে দিলো ভক্তরা, রংপুরেই দাফন এরশাদের
আশিকুর রহমান,রংপুর থেকে: জাপার কেন্দ্রের আগের সব সিদ্ধান্তই বদলে দিলো ভক্তরা। রংপুরেই দাফন হবে এরশাদের। তথ্য জানিয়ছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদকে ঢাকায় নয়, রংপুরে তার বাসভবন পল্লী নিবাসেই দাফন করা হবে বলে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।
জানা গেছে, রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। পাশে রওশন এরশাদের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন তিনি।