কোন লঞ্চকে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে দেয়া হবেনা: আবদুল্লাহ জামান
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়। এ অবস্থায় কোন লঞ্চকে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান। যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার বিকেলে চাঁদপুর লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে বাড়ি ফিরছে মানুষ। চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় লঞ্চ টার্মিনালে ডেঙ্গু শনাক্তে রয়েছে মেডিকেল টিম।
এদিকে, আজ দুপুরে নির্ধারিত ভাড়ার তালিকা না লাগিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে দুটি লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ইন্সপেক্টর জনাব সুমন, মাহতাব উদ্দিন প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান নাগরিক বার্তাকে বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে যাতায়াত না করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষকেও অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।