ক্রিকেট থেকে এখনই অবসর নয়: মাশরাফি বিন মুর্তজা
স্পোর্টস নিউজ:বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তিনি এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন না।
ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এ ডানহাতি পেসার বলেন, চলমান বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি অবসর নেবেন বলে কথা শোনা যাচ্ছিল।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘এটা অবশ্যই আমার শেষ বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্টের পরই আমি অবসর নিচ্ছি না। আর যেহেতু বিশ্বকাপ চলছে, এই মুহূর্তে অবসরের বিষয়ে ভাবতে চাই না।’
একই সাথে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক বলেন, বোর্ড থেকে অবসরের বিষয়ে কোনো নির্দেশনা এলে সেটা আলাদা কথা।
এবারের বিশ্বকাপে ভালো পারফর্ম করছে টাইগাররা। ৭ পয়েন্ট নিয়ে এখনো সেমির আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
আগামী ২ জুলাই ভারত এবং ৫ জুলাই পাকিস্তানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।