খুলনায় বিএনপি নেতার পক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ
অনলাইন নিউজ: বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে তার নির্বাচনী এলাকা খুলনা-৩ আসনের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিপুল শিক্ষার্থীদের বই প্রদান করা হয়। সেইসঙ্গে বিএনপি’র অসহায় কর্মীদের আর্থিক অনুদান দেয়া হয়।
রকিবুল ইসলাম বকুলের পক্ষে এসব শিক্ষা সামগ্রী ও অনুদান প্রদান করেন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি’র সিনিয়র নেতা স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, সিরাজুল হক নান্নু, সাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, শেখ সাদী, মুরশিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, কালাম শিকদার, শেখ ইমাম প্রমুখ।