গভীর রাতে পানিবন্দি মানুষের খাবারের ব্যবস্থা করলেন ইউএনও
অনলাইন নিউজ: বৃহস্পতিবার (১১ জুলাই) ঘড়ির কাটায় রাত নয়টা। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শঙ্খ নদী তীরবর্তী দোহাজারী পৌরসভার রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা।
গৃহপালিত গবাদিপশু নিয়ে বিদ্যালয়ে আশ্রয় নেয়া পানিবন্দি নারী-পুরুষদের খোঁজখবর নিলেন । তাৎক্ষণিকভাবে ১’শ কেজি চাল প্রদান করলেন এবং পানিবন্দি মানুষদের রাতের খাবরের জন্য রান্নার ব্যবস্থা করতে স্থানীয় জনপ্রতিনিধিকে উদ্যোগ নেয়ার নির্দেশ দিলেন।
প্রসঙ্গত টানা ছয় দিনের লাগাতার বর্ষণ ও পাহাড়ি ঢলে চন্দনাইশ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। শঙ্খ নদীর জোয়ারের পানি তীব্র বেগে প্রবেশ করছে শঙ্খ নদী তীরবর্তী লোকালয়ে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকার পানিবন্দি বেশ কয়েকটি পরিবার গৃহপালিত গবাদিপশু নিয়ে পার্শ্ববর্তী রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে চাইলে ফটক খোলা নিয়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীর সাথে তাদের বাকবিতন্ডা হয়।
খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণকে আশ্বস্থ করতে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা।
বিদ্যালয়ে প্রবেশ করে দ্বিতীয় তলায় আশ্রয় নেয়া লোকজনের সাথে কথা বলেন তিনি। এবং যে কোন প্রতিকূল পরিস্থিতি এড়াতে চন্দনাইশ উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে তাঁদেরকে আশ্বস্থ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক দোহাজারী ইউ.পি সদস্য ইস্কান্দর মিয়া, বিদ্যালয়টির (এসএমসি) সহ-সভাপতি আবু তৈয়্যব কোম্পানি, ওয়ার্ড আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।