গুগলে কোটি টাকার চাকরি পেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নাম। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) নিয়ে গেলেন এক নতুন উচ্চতায়। এক নতুন মাত্রায়। আরও একবার বিশ্বমঞ্চে তুলে ধরলেন লাল সবুজের পতাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন সুমিত সাহা।
বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলে প্রায় কোটি টাকা বেতনে চাকরির অফার পেয়েছেন তিনি। সুমিত সাহাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হিসেবে গুগলে চান্স পেয়েছেন
সুমিত সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ সেশনের ছাত্র ছিলেন। তার এমন সাফল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গর্ববোধ করছেন। তার জন্য রইলো শুভকামনা।