গুরুতর অসুস্থ সোবাহন, দেখতে হাসপাতালে গেলেন মেয়র সাদিক আবদুল্লাহ
সোহেল আহমেদ: বরিশাল সিটি কর্পোরেশনের গাড়ী চালক আবদুস সোবাহান মৃর্ধাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
শুক্রবার শেবাচিম হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। আবদুস সোবাহন গত মঙ্গলবার হঠাৎ স্ট্রোক করেন বলে একটি সুত্রে জানা গেছে।
বিসিসির এই গাড়িচালক অত্যন্ত ভালো মনের মানুষ। তার গ্রামের বাড়ি বাবুগঞ্জ এর দড়িয়াবাদ এলাকায়। দির্ঘদিন অত্যন্ত সততার আর নিষ্ঠার সাথে বিসিসির কাজ সম্পাদন করে আসছিলেন।
শুধু চাকরিতে সোবাহনের সুনামই নয়, পাড়াপ্রতিবেশি বন্ধুবান্ধবের নিকট তিনি দারুন মনের মানুষ। মানুষ হিসেবে একজন বিপদগ্রস্থ মানুষের প্রতি আবদুস সোবাহনের উপকার ও মমত্ববোধ অতুলোনীয় বলে জানিয়েছেন তার স্বজনরা।