গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ বিক্রেতা নিহত
হাসিফ সরকার, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলা মহাসড়কে দুর্ঘটনায় সোমবার ভোরে হরিপদ দাস (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
জানাগেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কানছগাড়ী গ্রামের গুরুচরন দাসের পুত্র হরিপদ দাস, আহতরা ভ্যান চালক ভোলা -৩৬ ও ছেলে কৃষ্ণ ১২, মাছ কেনার জন্য চাঁপড়ীগঞ্জ থেকে অটোবাইকে গোবিন্দগঞ্জে মাছ আড়ৎতে যাচ্ছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অজ্ঞাত একটি এসি কোচ ফাঁসিতলা বাজারে অটোবাইকে ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।