গৌরনদীতে ইয়াবা মামলায় শিক্ষক গেলেন কারাগারে
শামীম আহমেদ: বরিশাল জেলার গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামে বুধবার বিকেলে অভিযান চালিয়ে তিন পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো কান্ডপাশা গ্রামের মৃত ইয়াকুব আলী হাওলাদারের পুত্র শহিদুল ইসলাম ও সৈয়দ মোতাহার উদ্দিনের পুত্র সৈয়দ রাসেদ আহম্মেদ। এর মধ্যে আটক রাসেদ উত্তর কান্ডপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
এঘটনায় বুধবার রাতে সরিকল তদন্ত কেন্দ্রের এসআই মাসুদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই মাসুদুর রহমান জানান, বুধবার বিকেল তিনটার দিকে কান্ডপাশা প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বসে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আটক শহিদুল ইসলামের দেহ তল্লাশী করে তিন পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা তিন পিচ সেবনের জন্য মাহিলাড়া বাজারের মোটর
মেকানিক কেফায়েতনগরের বাসিন্দা সঞ্জয়ের কাছ থেকে ক্রয় করেছে বলে স্বীকার করে।
অপরদিকে বুধবার সন্ধ্যায় টরকীর চর এলাকা থেকে সৌরভ খান নামের একজনকে আটক করে বৃহস্পতিবার সকালে ৩৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।