গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
শামীম আহমেদ: ডেঙ্গু থেকে মুক্তি চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই এই স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ উপলক্ষে শনিবার বেলা এগারটায় উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে থেকে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করেন অতিথিরা। একইদিন গৌরনদী পৌরসভার দিয়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
পৃথক পরিচ্ছন্নতা কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জী, পলাশ সরদার, মাহিলাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলী, প্রভাষক আলমগীর হোসেন কবিরাজ, কাউন্সিলর বখতিয়ার হাওলাদারসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।