গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী
শামীম আহমেদ: “পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন” শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে জেলার গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সিসিডিবি, এইড এবংজিডিএস’র যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে উপজেলা এনজিও সমন্ময় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীর
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফারিহা তানজিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
বক্তব্য রাখেন, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, সিসিডিবির কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, সাংবাদিক হাসান মাহামুদ প্রমুখ।