গৌরনদীতে ভূয়া দলিল লেখক আটক, পাওয়া গেছে ৯০টি সীলমোহর

শামীম আহমেদ: বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সীলমোহর, জাল দলিল ও
একটি ল্যাপটপসহ জেলার গৌরনদী উপজেলার জালিয়াত চক্রের মূলহোতা রেজাউল করিম হাবুল (৪৬) কে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার নন্দনপট্টি গ্রামে হাবুলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাবুল নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার মিয়ার পুত্র ও পেশায় একজন ভূমি জরিপকারী।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাল কাগজ তৈরির সংবাদ পেয়ে ওসি তদন্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে নন্দনপট্টি গ্রামে অভিযান চালিয়ে রেজাউল করিম হাবুলকে আটক করে থানা পুলিশ।
এসময় রেজাউলের বাসায় তল্লাশী চালিয় বিভিন্ন কর্মকর্তাদের নামে বানানো ৯০ টি সীলমোহর, জাল দলিল-পর্চাসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রেজাউল দীর্ঘদিন যাবত জাল-জালিয়াতির সাথে জড়িত বলে
স্বীকার করেছে।
মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।