চট্টগ্রামের তরুণ দেশে প্রথম কাঠের তৈরী কম্পিটার উদ্ভাবন করেছেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামের তরুণ দেশে প্রথম কাঠের তৈরী কম্পিটার উদ্ভাবন করেছেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামের তরুণ দেশে প্রথম কাঠের তৈরী কম্পিটার উদ্ভাবন করেছেন

অনলাইন নিউজ: সাতকানিয়া কমিউনিটি ই সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ বেলাল হোসেনের উদ্ভাবনে যোগ হল নতুন মাত্রা। তিনি সম্প্রতি উদ্ভাবন করেছেন কাঠের তৈরি সিএফসি মিনি নামে একটি কম্পিউটার।

যেটার বাণিজ্যিক উৎপাদন বাংলাদেশের আইসিটি কেন্দ্রিক শিক্ষায় নতুন সম্ভবনার দ্বার খুলে দিবে। একজন শিক্ষার্থী  মাত্র ৮ হাজার টাকায় কিনতে পারবেন এই কম্পিউটার।

যেখানে পড়াশোনাসহ প্রয়োজনীয় কাজ করা যাবে। শুধু তাই নয়, এই কম্পিউটার আমদানি নির্ভর প্রযুক্তি হ্রাস করবে। এই কম্পিউটারের যন্ত্রাংশের ৬০ ভাগই দেশে উৎপাদন করা হবে।

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, কম্পিউটার কাউন্সিল ও ডিজিটাল বাংলাদেশের সহযোগিতায় এই কম্পিউটার শীঘ্রই বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে। সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে এর উৎপাদনে ১০ লক্ষ টাকা অনুদান পাওয়া গেছে। পরবর্তীতে যা এক কোটি টাকায় বৃদ্ধি পাবে।

বেলাল হোসেন এর আগে ২০১৪ সালে কল এন্ড সল্যুশন নামে একটা স্টার্টআপ প্রকল্প চালু করেছেন। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম হবে।

যেখানে ১০০শ টির বেশি অনলাইন সেবা পাওয়া যাবে। ইতিমধ্যে বেশকিছু সেবা চালু করা হয়েছে। এর মধ্যে এবিএল ইলেকট্রনিক্স, হ্যান্ডব্যাগ, পিডিসি ম্যানেজমেন্ট সিস্টেম, বিএমএস, সেল্ফ ই সার্ভিস, ইউডিসি ম্যানেজমেন্ট সিস্টেম, এআইএমএস, বিল্ডম্যান, দেশীপণ্য ও সিইসি ম্যানেজমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য।

এই বৃহৎ প্ল্যাটফর্মের বর্তমানে উপদেষ্টা হিসাবে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন।

সম্প্রতি সার্বিক বিষয়ে কথা হয় বেলাল হোসেনের সাথে। তিনি জানান, সাতকানিয়া কমিউনিটি ই সেন্টারের উদ্যোক্তা হিসাবে কাজ শুরু পর থেকে বেশকিছু প্রকল্প ও কার্যক্রম শুরু করেছি।

এর মধ্যে ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া সিএনএস অন্যতম। এই প্রকল্পের অধীনে ৩০ টি উপজেলা কমিউনিটি ই সেন্টারের জন্য সিইসি ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রায় ৫ হাজার ইউনিয়নের জন্য ইউডিসি ডেভেলপ করা হয়েছে। পাশাপাশি আরও অনেকগুলো কার্যক্রম চলমান রয়েছে।

আমরা আশা করছি, এসব ইনোভেশন ও প্রজেক্টর স্বীকৃতি হিসাবে বাংলাদেশের প্রথম ডিজিটাল উপজেলা হতে যাচ্ছে সাতকানিয়া। আর তা জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর সময়ে ঘোষণা আসতে পারে।

বেলাল হোসেন তাঁর উদ্ভাবন ও কর্মের বেশ কিছু  স্বীকৃতি অর্জন করেছেন। ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত থেকে বেস্ট স্টল অ্যাওয়ার্ড ইন ডিজিটাল ওয়ার্ল্ড, ২০১৬ সালে বেস্ট ইয়াং ইনোভেটর অ্যাওয়ার্ড ইন ডিজিটাল ফেয়ার সহ চট্টগ্রাম ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উপজেলা পর্যায়ে অনেকগুলো অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

তাছাড়া তার উদ্ভাবিত সিএনএস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হিসাবে স্বীকৃতি আনার পাশাপাশি ২০১৭ সালে আইসিটি মন্ত্রাণালয় নতুন উদ্ভাবন হিসাবে স্বীকৃতি দেয়।

উল্লেখ্য, বেলাল হোসেনের বাড়ি উপজেলর ছদাহার ২ নং ওয়ার্ডে। তিনি ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ইসলাম স্যারের সন্তান।

সুত্র:সিটিজি সংবাদ

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামের তরুণ দেশে প্রথম কাঠের তৈরী কম্পিটার উদ্ভাবন করেছেন

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ

অনলাইন নিউজ: সাতকানিয়া কমিউনিটি ই সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ বেলাল হোসেনের উদ্ভাবনে যোগ হল নতুন মাত্রা। তিনি সম্প্রতি উদ্ভাবন করেছেন কাঠের তৈরি সিএফসি মিনি নামে একটি কম্পিউটার।

যেটার বাণিজ্যিক উৎপাদন বাংলাদেশের আইসিটি কেন্দ্রিক শিক্ষায় নতুন সম্ভবনার দ্বার খুলে দিবে। একজন শিক্ষার্থী  মাত্র ৮ হাজার টাকায় কিনতে পারবেন এই কম্পিউটার।

যেখানে পড়াশোনাসহ প্রয়োজনীয় কাজ করা যাবে। শুধু তাই নয়, এই কম্পিউটার আমদানি নির্ভর প্রযুক্তি হ্রাস করবে। এই কম্পিউটারের যন্ত্রাংশের ৬০ ভাগই দেশে উৎপাদন করা হবে।

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, কম্পিউটার কাউন্সিল ও ডিজিটাল বাংলাদেশের সহযোগিতায় এই কম্পিউটার শীঘ্রই বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে। সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে এর উৎপাদনে ১০ লক্ষ টাকা অনুদান পাওয়া গেছে। পরবর্তীতে যা এক কোটি টাকায় বৃদ্ধি পাবে।

বেলাল হোসেন এর আগে ২০১৪ সালে কল এন্ড সল্যুশন নামে একটা স্টার্টআপ প্রকল্প চালু করেছেন। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম হবে।

যেখানে ১০০শ টির বেশি অনলাইন সেবা পাওয়া যাবে। ইতিমধ্যে বেশকিছু সেবা চালু করা হয়েছে। এর মধ্যে এবিএল ইলেকট্রনিক্স, হ্যান্ডব্যাগ, পিডিসি ম্যানেজমেন্ট সিস্টেম, বিএমএস, সেল্ফ ই সার্ভিস, ইউডিসি ম্যানেজমেন্ট সিস্টেম, এআইএমএস, বিল্ডম্যান, দেশীপণ্য ও সিইসি ম্যানেজমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য।

এই বৃহৎ প্ল্যাটফর্মের বর্তমানে উপদেষ্টা হিসাবে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন।

সম্প্রতি সার্বিক বিষয়ে কথা হয় বেলাল হোসেনের সাথে। তিনি জানান, সাতকানিয়া কমিউনিটি ই সেন্টারের উদ্যোক্তা হিসাবে কাজ শুরু পর থেকে বেশকিছু প্রকল্প ও কার্যক্রম শুরু করেছি।

এর মধ্যে ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া সিএনএস অন্যতম। এই প্রকল্পের অধীনে ৩০ টি উপজেলা কমিউনিটি ই সেন্টারের জন্য সিইসি ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রায় ৫ হাজার ইউনিয়নের জন্য ইউডিসি ডেভেলপ করা হয়েছে। পাশাপাশি আরও অনেকগুলো কার্যক্রম চলমান রয়েছে।

আমরা আশা করছি, এসব ইনোভেশন ও প্রজেক্টর স্বীকৃতি হিসাবে বাংলাদেশের প্রথম ডিজিটাল উপজেলা হতে যাচ্ছে সাতকানিয়া। আর তা জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর সময়ে ঘোষণা আসতে পারে।

বেলাল হোসেন তাঁর উদ্ভাবন ও কর্মের বেশ কিছু  স্বীকৃতি অর্জন করেছেন। ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত থেকে বেস্ট স্টল অ্যাওয়ার্ড ইন ডিজিটাল ওয়ার্ল্ড, ২০১৬ সালে বেস্ট ইয়াং ইনোভেটর অ্যাওয়ার্ড ইন ডিজিটাল ফেয়ার সহ চট্টগ্রাম ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উপজেলা পর্যায়ে অনেকগুলো অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

তাছাড়া তার উদ্ভাবিত সিএনএস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হিসাবে স্বীকৃতি আনার পাশাপাশি ২০১৭ সালে আইসিটি মন্ত্রাণালয় নতুন উদ্ভাবন হিসাবে স্বীকৃতি দেয়।

উল্লেখ্য, বেলাল হোসেনের বাড়ি উপজেলর ছদাহার ২ নং ওয়ার্ডে। তিনি ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ইসলাম স্যারের সন্তান।

সুত্র:সিটিজি সংবাদ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’