চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকদ্রব্য সহ আটক ২

আকতার হোসেন, (মিরসরাই) চট্টগ্রাম: মিরসরাইয়ের বারইয়াহাট থেকে মাদক সম্রাট কানা সুমন ও তার সহযোগীকে বারইয়ারহাট বাজারের শুভেচ্ছা ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও নামক দোকান হইতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
৩১জুলাই ( বুধবার) দুপুরে জোরারগঞ্জ থানার এসআই সুজয় কুমার মজুমদার ও এএসআই মোহাম্মদ শওকত আলীসহ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভাস্থ রেললাইন সংলগ্ন মুছি গল্লিতে অবস্থিত আসামী সুমনের শুভেচ্ছা ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও দোকানের ভিতর হইতে ৩৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট কানা সুমন ও তাহার সহযোগী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী বাতাসীকে আটক করেন।
আটককৃতরা হলেন, বারইয়াহাট পৌরসভার ৫নং ওয়ার্ড জামালপুর পাটোয়ারী বাড়ির ছানা রঞ্জন দের পুত্র সুমন কান্তি দে(৩৫) ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া এলাকার নুনু কাজীবাড়ী প্রকাশ লালমিয়ার বাড়ির বেলাল হোসেনের স্ত্রী সরিফা বেগম রুমা প্রকাশ বাতাসী (৩৯)।
আটককৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।