চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম:চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া এক ব্যক্তির সহায়তায় এগিয়ে এলেন পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম। এ সময় উৎসুক জনতা দাঁড়িয়ে থাকলেও কেউ তার দিকে সহায়তার হাত বাড়াননি।

বুধবার নগরের বিনোদন কেন্দ্র ফয়’স লেকের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে। দগ্ধ মো. মানিক মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সাবরহাটি গ্রামের আবদুল খালেকের ছেলে। ক্যাফেটিতে বাবুর্চি হিসেবে কাজ করে মানিক।

কনস্টেবল শামসুল আকবর শাহ থানাধীন ফয়’স লেক তদন্ত কেন্দ্রে দায়িত্বরত। মানিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাফের ভেতরে কাজ করার সময় হঠাৎ আগুনে ঝলসে যান মানিক মিয়া। এ সময় যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।

উৎসুক জনতা তাকে দেখতে ভিড় করলেও হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি কেউ। ভিড়ের এমন জটলা চোখে পড়ে কনস্টেবল মো. শামসুল আলমের। কাতরাতে দেখে দ্রুত রিকশা থেকে নেমে একটি সিএনজিতে আহত মানিককে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি; ভর্তি করান হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে মো. মানিক মিয়ার শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে।

মানিক মিয়ার বরাত দিয়ে পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম বলেন, ক্যাফের রান্নাঘরে ঢুকে ম্যাচের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায়। এতে সেখানে থাকা মানিকের শরীরে এক পর্যায়ে আগুন লেগে যায়।

তিনি বলেন, রিকশায় বাজারে যাওয়ার সময় অনেক মানুষের জটলা দেখে আমি নেমে পড়ি। পরে দেখি একজন লোক আগুনে ঝলসে গিয়ে ছটফট করছেন। গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি তাকে। প্রাথমিক ওষুধপত্রসহ যাবতীয় জিনিসপত্র কিনে দিয়েছি। পরে তার পরিবার ও ক্যাফের মালিকের কাছে খবর দিই।

কনস্টেবল শামসুল বলেন, চিকিৎসকদের পরামর্শ মতে উন্নত চিকিৎসার জন্য মানিক মিয়াকে ঢাকায় পাঠানো হবে। ক্যাফেতে থাকা সিলিন্ডার গ্যাস ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে সহায়তা করলেন কনস্টেবল শামসুল

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম:চট্টগ্রামে আগুনে ঝলসে যাওয়া এক ব্যক্তির সহায়তায় এগিয়ে এলেন পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম। এ সময় উৎসুক জনতা দাঁড়িয়ে থাকলেও কেউ তার দিকে সহায়তার হাত বাড়াননি।

বুধবার নগরের বিনোদন কেন্দ্র ফয়’স লেকের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে। দগ্ধ মো. মানিক মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সাবরহাটি গ্রামের আবদুল খালেকের ছেলে। ক্যাফেটিতে বাবুর্চি হিসেবে কাজ করে মানিক।

কনস্টেবল শামসুল আকবর শাহ থানাধীন ফয়’স লেক তদন্ত কেন্দ্রে দায়িত্বরত। মানিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাফের ভেতরে কাজ করার সময় হঠাৎ আগুনে ঝলসে যান মানিক মিয়া। এ সময় যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।

উৎসুক জনতা তাকে দেখতে ভিড় করলেও হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি কেউ। ভিড়ের এমন জটলা চোখে পড়ে কনস্টেবল মো. শামসুল আলমের। কাতরাতে দেখে দ্রুত রিকশা থেকে নেমে একটি সিএনজিতে আহত মানিককে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি; ভর্তি করান হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে মো. মানিক মিয়ার শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে।

মানিক মিয়ার বরাত দিয়ে পুলিশ কনস্টেবল মো. শামসুল আলম বলেন, ক্যাফের রান্নাঘরে ঢুকে ম্যাচের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায়। এতে সেখানে থাকা মানিকের শরীরে এক পর্যায়ে আগুন লেগে যায়।

তিনি বলেন, রিকশায় বাজারে যাওয়ার সময় অনেক মানুষের জটলা দেখে আমি নেমে পড়ি। পরে দেখি একজন লোক আগুনে ঝলসে গিয়ে ছটফট করছেন। গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি তাকে। প্রাথমিক ওষুধপত্রসহ যাবতীয় জিনিসপত্র কিনে দিয়েছি। পরে তার পরিবার ও ক্যাফের মালিকের কাছে খবর দিই।

কনস্টেবল শামসুল বলেন, চিকিৎসকদের পরামর্শ মতে উন্নত চিকিৎসার জন্য মানিক মিয়াকে ঢাকায় পাঠানো হবে। ক্যাফেতে থাকা সিলিন্ডার গ্যাস ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ