চট্টগ্রামে ইলিশের দাম কমছে না

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ– চট্টগ্রাম বিভিন্ন বাজারে এখনো ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ২৪ জুলাই থেকে শুরু হয় ইলিশ ধরার উৎসব।
একমাসে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও কমেনি এ মাছের দাম। চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রচুর ডিমওয়ালা ইলিশের সঙ্গে জাটকা ধরা পড়ছে।
এ অবস্থায় আবারো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আসতে পারে। ফিরিঙ্গী বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আড়তদাররা ইলিশ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
মৎস্য ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদের পর থেকে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফিরিঙ্গী বাজারে আড়তে ১ কেজির বেশি ওজনের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ হাজার টাকায়।
১ কেজির নিচে প্রতিমণ ইলিশ বিক্রি হয়েছে ৩৩-৩৪ হাজার টাকায়। নগরীর ফইল্যাতলী, আনন্দবাজার ও কাট্টলী এলাকার জেলেরা এক কেজির বেশি ওজনের প্রতিমণ ইলিশ আড়তদারদের কাছে বিক্রি করছেন ৩১-৩৩ হাজার টাকায়।
আর ১ কেজির কম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রতিমণ ২৭-২৯ হাজার টাকায়। বাজারে কেজিপ্রতি বেড়ে যাচ্ছে ২৫০-৩শ টাকা।