চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: গতকাল ২৭ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর পূর্বে দামপাড়া পুলিশ লাইন্স হতে জিইসি মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী প্রদর্শন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ আফছারুল আমীন, সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটি এম এ লতিফ এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্য সহ প্রায় ১০/১২ হাজার লোকের সমাগমে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি সহ সরকারের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য প্রদান করেন। কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে বিট পুলিশিং এ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ০৪ জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়।