চট্টগ্রামে কাজের বুয়া যখন ভুয়া!
কাজের বুয়া যখন ভুয়া!
ছকিনা বেগম। পেশা বাসা-বাড়িতে কাজ করা। কিন্তু নেশা চুরি করা! বুয়াবেশে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ নেয়। এরপর সুযোগ বুঝে সব নিয়ে কেটে পড়ে।
চট্টগ্রাম নগরীতে দীর্ঘ ৫ বছর এই অপকর্ম করার পর অবশেষে টিম কোতোয়ালির জালে ধরা পড়েছে এই ভুয়া কাজের বুয়া। এসময় আটক করা হয়েছে মহিউদ্দিন সেলিম নামে তার এক সহযোগীকেও।
গত ১ আগস্ট ছকিনা কে বাসায় নিয়োগ দেন মো: শাহাজান। ২ তারিখ তাকে বাসায় রেখে বাজারে গেলে বাসায় থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় ছকিনা। পরে আশরাফ আলী রোড থেকে তাকে আটক করা হয়।
এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মোবাইল বিক্রেতা মহিউদ্দিন সেলিম কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, ছকিনার চুরিকৃত মোবাইল সে কিনে নেয়।
গত তিন বছর সে এই কায়দায় মোবাইল বিকিকিনি করছিল। চট্টগ্রাম কোতোয়ালী থানা ওসি মোহাম্মাদ মহসিন নগরবাসীর উদ্দেশ্যে বলেন,আপনার বাসা বাড়িতে কিংবা অফিসে লোক নিয়োগের ক্ষেত্রে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হোন।
তার পরিচয়পত্র সংগ্রহে রাখুন। স্থানীয় ব্যক্তি বা আত্মীয় স্বজনের কাছ থেকেও তার ব্যাপারে নিশ্চিত হোন। নিরাপদ থাকুন। সুরক্ষিত থাকুন।
(ফেসবুক থেকে সংগৃহিত)
লেখক:মোহাম্মাদ মহসিন,ওসি কোতোয়ালী থানা,চট্টগ্রাম।
জনস্বার্থ লেখাটি শেয়ার করুন