চট্টগ্রামে থেমে থেমে দিনরাত বৃষ্টি, জনদূর্ভোগ
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রামে থেমে থেমে দিনরাত বর্ষনে নগরীর ব্যস্ততম পতেঙ্গা-ইপিজেড সড়ক সহ আশপাশের এলাকা বৃষ্টির পানিতে জলাবদ্ধতার আশংকা দেথা দিচ্ছে।
সিইপিজেড-কেইপিজেড এ সড়কের পাশে হওয়াতে প্রতিদিন লক্ষাধিক নারী ও পুরুষ শ্রমিক, যাত্রী সাধারণের চলাচলের একমাত্র পথ এম.এ আজিজ সড়ক/বিমানবন্দর ভিআইপি সড়কটি ব্যবহার হয়।
প্রধান সড়কের অধিকাংশ স্থান ৩৯ ও ৪০নং ওয়ার্ড (সিমেন্ট ক্রসিং-কাটগড় বাজার) পর্যন্ত সিডিএর উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সড়কে সৃষ্ট গর্তগুলো জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে দক্ষিন হালিশহর-পতেঙ্গাবাসীর জন্য সড়কই ভয়ে আনবে অনাকাংখিত বিপদ।
ইট, মাটি, বালি ও সিমেন্ট-কংকর গুড়া বাতাসে উড়ে এলাকার পরিবেশ দূষণকে মানুষ উন্নয়নের স্বার্থে নিরবে মেনে নিলেও অচল সড়কের ঝক্কি-ঝামেলা নগর জীবনকে একপ্রকার বিষিয়ে তুলেছে বলেই অভিমত সকল-শ্রেণি পেশার মানুষের।
এ প্রসঙ্গে উভয় ওয়ার্ডের কাউন্সিলর বলেন, এগুলো সিডিএ এবং সওজের উন্নয়ন কাজের কারণে সৃষ্ট দূর্ভোগ বলে তাদের অভিমত। উন্নয়ন কর্মকান্ড শেষ না হওয়া পর্যন্ত এ কষ্ট সইতে হবে বলে তাদের অভিমত।