চট্টগ্রামে প্রশাসনের শোকর্যালী ও আলোচনা সভা অনুষ্টিত
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল ১০ টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় বক্তব্য প্রদান করেন।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।