চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু

অনলাইন নিউজঃচট্টগ্রামে প্রাইভেট সেবা সার্ভিস চালু করেছে ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’। শুক্রবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে হেলিকপ্টার সেবাটির উদ্বোধন হয়।

তিনটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করা ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’-এর দুটি হেলিকপ্টার চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে। এছাড়া যেকোনো প্রয়োজনে দেশের যেকোনো এলাকায় ভাড়ায় পরিচালিত হবে এই দুটি হেলিকপ্টার।

আরেকটি হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে জরুরি রোগী পরিবহনের কাজে ভাড়ায় পরিচালিত হবে।

উদ্বোধন উপলক্ষে শুক্র ও শনিবার (১৯ ও ২০ মে) রয়েছে ‘চট্টগ্রাম সিটি জয় রাইড’। যেখানে একজন যাত্রী মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় পুরো চট্টগ্রাম নগরী ভ্রমণের সুযোগ রযেছে।

এছাড়া জনপ্রতি ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু ঢাকা একইভাবে ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু কক্সবাজার ভ্রমণের সুযোগ রয়েছে এই হেলিকপ্টারে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দ্রুত এবং জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং নামী-দামী ব্যসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। দেশে এখন চাহিদা বেড়েছে, সেইসাথে এ খাতে ব্যবসাও বেড়েছে। গণমাধ্যমের জরুরি সংবাদ সংগ্রহ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী, এবং ভিআইপি ব্যবসায়ীরাও এখন হেলিকপ্টারের ব্যবহার করছেন।

দেশে আসা তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের পরিবহন ও রোগী পরিবহনের মতো জরুরি কাজে ‘চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস’ চট্টগ্রামে বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, ‘সাধারণ মানুষের কথা চিন্তা করে কম খরচে হেলিকপ্টার ভ্রমণের সুযোগ থাকছে চিটাগাং হেলিকপ্টার  অ্যান্ড এয়ার সার্ভিসে। এছাড়া করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সফর, মিডিয়া হাউজগুলোর জরুরি খবর সংগ্রহ কিংবা জরুরি রোগী পরিবহনে আমাদের সার্বক্ষণিক সেবা চালু থাকবে।’

সূত্রঃ দ্য বিজনেস স্টান্ডার্ড

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে প্রাইভেট হেলিকপ্টার সেবা চালু

সোমবার, মে ২২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

অনলাইন নিউজঃচট্টগ্রামে প্রাইভেট সেবা সার্ভিস চালু করেছে ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’। শুক্রবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে হেলিকপ্টার সেবাটির উদ্বোধন হয়।

তিনটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করা ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’-এর দুটি হেলিকপ্টার চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে। এছাড়া যেকোনো প্রয়োজনে দেশের যেকোনো এলাকায় ভাড়ায় পরিচালিত হবে এই দুটি হেলিকপ্টার।

আরেকটি হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে জরুরি রোগী পরিবহনের কাজে ভাড়ায় পরিচালিত হবে।

উদ্বোধন উপলক্ষে শুক্র ও শনিবার (১৯ ও ২০ মে) রয়েছে ‘চট্টগ্রাম সিটি জয় রাইড’। যেখানে একজন যাত্রী মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় পুরো চট্টগ্রাম নগরী ভ্রমণের সুযোগ রযেছে।

এছাড়া জনপ্রতি ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু ঢাকা একইভাবে ৯ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম টু কক্সবাজার ভ্রমণের সুযোগ রয়েছে এই হেলিকপ্টারে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দ্রুত এবং জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং নামী-দামী ব্যসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। দেশে এখন চাহিদা বেড়েছে, সেইসাথে এ খাতে ব্যবসাও বেড়েছে। গণমাধ্যমের জরুরি সংবাদ সংগ্রহ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী, এবং ভিআইপি ব্যবসায়ীরাও এখন হেলিকপ্টারের ব্যবহার করছেন।

দেশে আসা তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের পরিবহন ও রোগী পরিবহনের মতো জরুরি কাজে ‘চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস’ চট্টগ্রামে বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, ‘সাধারণ মানুষের কথা চিন্তা করে কম খরচে হেলিকপ্টার ভ্রমণের সুযোগ থাকছে চিটাগাং হেলিকপ্টার  অ্যান্ড এয়ার সার্ভিসে। এছাড়া করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সফর, মিডিয়া হাউজগুলোর জরুরি খবর সংগ্রহ কিংবা জরুরি রোগী পরিবহনে আমাদের সার্বক্ষণিক সেবা চালু থাকবে।’

সূত্রঃ দ্য বিজনেস স্টান্ডার্ড

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ