চট্টগ্রামে ৯০টি মোবাইলসহ চোর গ্রেপ্তার
আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-চট্টগ্রাম মহানগরে খুলশী ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে আবদুল হালিম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হালিম আগ্রাবাদ বাদামতলী মোড়ের পুরাতন চেম্বার ভবনের সামনে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে মোবাইলের চালান চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল হালিম (৪৪) কুমিল্লা জেলার চান্দিনা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত বড়ুয়া জানান, বাদামতলী মোড়ের পুরাতন চেম্বার ভবনের সামনে কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি থেকে মোবাইলের চালান চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চুরি করে একটি সিএনজি অটোরিকশা করে অভিযুক্ত আবদুল হালিম পালিয়েছিল উল্লেখ করে এস আই সুমিত বড়ুয়া জানান, সেই সিএনজি অটোরিকশার সূত্র ধরে আবদুল হালিমকে গ্রেপ্তার করা হয়।
তার হেফাজত থেকে চুরি হওয়া ১২০টি মোবাইলের মধ্যে ৯০টি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩ জুলাই আগ্রাবাদ এক্সেস রোডের এনএসএম এক্সপ্রেস লিমিটেড থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের চালান ডেলিভারি দিতে যাওয়ার সময় বাদামতলী মোড়ের পুরাতন চেম্বার ভবনের সামনে থেকে ১২০টি মোবাইল ফোন চুরি হয়।
পরে এ ঘটনায় এনএসএম এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বাদি হয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।












