চট্টগ্রাম ডিসি পার্কে ফুলের সৌরভে মুগ্ধ লাখো দর্শনার্থী

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম শহরের ফৌজদার হাট ডিসি পার্কের দেশি- বিদেশি নানাধরণের ফুলের সৌরভে মুগ্ধ লাখো দর্শনার্থীরা। ২৭ জানুয়ারি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে চট্টগ্রাম শহর ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের মুখে ছিলো তৃপ্তির হাশি। ডিসি পার্কের দুই পাশের জ্বলাধারের বুকচিড়ে নির্মান করা হয়েছে ফুলের বাগান। বর্তমানে এখানে ফুল উৎসব চলছে। গতো ২৫ জানুয়ারি ২য়বারের মতো চট্টগ্রাম জেলা প্রশাসনেে উদ্যোগে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়।
সরেজমিনে ঘুরে জানাযায়, অবৈধ দখলদারদের হাত থেকে ১৯৪ একর এই বিশাল জায়গাটি উদ্ধার করে জেলা চট্টগ্রাম প্রশাসন। এরপর এখানে ভ্রমনপিপাসু জনসাধারণের জন্য নির্মান করা হয় পার্ক। রঙ বেরঙের ১৩২ প্রজাতির ফুলের চারা রোপণ করে লাভ প্রতিক, নৌকা প্রতিক, ত্রিভুজ, গিটার সহ বিভিন্ন স্টাইলে সাজানো বাগানটি আগত দর্শকদের দৃষ্টির কেন্দ্র বিন্দুতে।
বিস্তারিত আসছে,,