চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঈদ-উল-ফিতর’র জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরে ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৩ মে) ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসুল্লিরা সমবেত হন।
সূত্র জানায়, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এরপর একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।
পাশাপাশি সকাল ৮টায় লালদীঘিরপাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী ঢাকাপ্রকাশ-কে বলেন, করোনার প্রকোপ না থাকায় এবার চসিকের তত্বাবধানে অনেক স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদ ও ঈদগাঁহে অনুষ্ঠিত হয়।
অপরদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈদ জামাত সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
এছাড়া কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাঁর ঈদের নামাজও অনুষ্ঠিত হয়। নগরীর অন্যতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নগরীর ঈদ জামাতে ছিল পুলিশের কড়া নজরদারি। নেয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে চট্টগ্রাম ইপিজেড থানাধীন নিউমুরিং বোবাকলোনী অবস্থিত মরহুম হাজী আব্দুস সবুর সওদাগর এবাদতখানা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটা ১৫ মিনিটে। হাফেজ মুহাম্মদ জহির উদ্দিন এতে ইমামতি করেন।