চট্টগ্রাম মাদ্রাসা স্কলারশিপ’র বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মাদ্রাসা স্কলারশিপ’র বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের একটি কনভেনশন হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আবু জাফর সালেহীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ লোকমান হোসেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা শিক্ষা সমন্বয়ক আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি’ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম খান, বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক মোহাম্মদ হোসাইন।
এছারাও এতে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ আলমগীর হোসাইন, মাওলানা সিনহা প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে প্রায় চারশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।