চরফ্যাশনে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষিকা সহ আহত ২ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষিকা সহ আহত ২ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৯ ১০:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষিকা সহ আহত ২

বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ওসমানগঞ্জ ইউনিয়নের ওসমানগজ্ঞ ৩ নং ওয়ার্ডে জমিজমাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকার উপর মধ্যযুগিয় কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

এসময় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মনছুর আহমেদের স্ত্রী স্কুল শিক্ষিকা রিনা আকতার (৫০) ও কাসেম মাস্টারের স্ত্রী মোসাম্মদ বিলকিছ।

স্কুল শিক্ষিকা রিনা আকতার অভিযোগ করে বলেন,গত কাল সন্ধ্যা ৭টায় তালুক পাটওায়ারি বাড়ির দরজায় প্রতিপক্ষ মফিজুল মিজি ও তার স্ত্রী ফুলজান বিবি, আরজু এবং সাইদুলসহ আরোও ২-৩জন মিলে আমাদেরকে চুলের মুঠি ধরে মধ্যযুগিয় কায়দায় লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে আহত করে। এসময় স্থানিয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে স্কুল শিক্ষিকা রিনা আকতারের ছেলে জিসাদ বলেন, প্রতিপক্ষরা আর আমরা একই বাড়িতে বসবাস করি তারা পূর্বে জোর জবরদস্তি করে আমাদের বসতঘরের সিমানা বরাবর অতিক্রম করে ঘর উত্তলন করে । এ বিষয়ে স্থানিয়ভাবে শালিশ মিমাংসা না মানিয়া ঘরের চালা (কাঞ্চি) আমাদের জায়গায় দিলে বর্ষার পানি আমাদের ঘর ও জায়গায় পরে এতে আমরা বিব্রত হই ।

এবং এ বিষয়ে আমার মা রিনা আকতার প্রতিপক্ষ মফিজুলদের সাথে কথা বলতে গেলে তাদের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তারা আমার মাকে বেদমভাবে মারধর করে আমার চাচী মারারি থামাতে গেলে তারা চাচীকে চুল ধরে প্রচুর মারধর করে এতে আমার মা ও বোনের হাত পা ,মাথা ও পিঠে লাঠিসোটার আঘাতে রক্তাক্ত হয়।

এ ঘটনার অভিযোগ প্রতিপক্ষ মফিজুল মিজি অস্বিকার করে বাদি পক্ষকে দোষারোপ করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার সাথেসাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কেউই আইনের ঊর্দ্ধে নয় ঘটনা তদন্তে যে দোষি তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা
নেওয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষিকা সহ আহত ২

সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ১০:৫০ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ওসমানগঞ্জ ইউনিয়নের ওসমানগজ্ঞ ৩ নং ওয়ার্ডে জমিজমাকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকার উপর মধ্যযুগিয় কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

এসময় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মনছুর আহমেদের স্ত্রী স্কুল শিক্ষিকা রিনা আকতার (৫০) ও কাসেম মাস্টারের স্ত্রী মোসাম্মদ বিলকিছ।

স্কুল শিক্ষিকা রিনা আকতার অভিযোগ করে বলেন,গত কাল সন্ধ্যা ৭টায় তালুক পাটওায়ারি বাড়ির দরজায় প্রতিপক্ষ মফিজুল মিজি ও তার স্ত্রী ফুলজান বিবি, আরজু এবং সাইদুলসহ আরোও ২-৩জন মিলে আমাদেরকে চুলের মুঠি ধরে মধ্যযুগিয় কায়দায় লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে আহত করে। এসময় স্থানিয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে স্কুল শিক্ষিকা রিনা আকতারের ছেলে জিসাদ বলেন, প্রতিপক্ষরা আর আমরা একই বাড়িতে বসবাস করি তারা পূর্বে জোর জবরদস্তি করে আমাদের বসতঘরের সিমানা বরাবর অতিক্রম করে ঘর উত্তলন করে । এ বিষয়ে স্থানিয়ভাবে শালিশ মিমাংসা না মানিয়া ঘরের চালা (কাঞ্চি) আমাদের জায়গায় দিলে বর্ষার পানি আমাদের ঘর ও জায়গায় পরে এতে আমরা বিব্রত হই ।

এবং এ বিষয়ে আমার মা রিনা আকতার প্রতিপক্ষ মফিজুলদের সাথে কথা বলতে গেলে তাদের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তারা আমার মাকে বেদমভাবে মারধর করে আমার চাচী মারারি থামাতে গেলে তারা চাচীকে চুল ধরে প্রচুর মারধর করে এতে আমার মা ও বোনের হাত পা ,মাথা ও পিঠে লাঠিসোটার আঘাতে রক্তাক্ত হয়।

এ ঘটনার অভিযোগ প্রতিপক্ষ মফিজুল মিজি অস্বিকার করে বাদি পক্ষকে দোষারোপ করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার সাথেসাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কেউই আইনের ঊর্দ্ধে নয় ঘটনা তদন্তে যে দোষি তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা
নেওয়া হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’