চাঁদপাশা হাইস্কুল ও কলেজের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ শহিদুল ইসলামঃ বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপাশা হাইস্কুল ও কলেজের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে আজ ১৫ ই মার্চ শনিবার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য নাহিদা আক্তার এর অনুদানে দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ‘খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অ্যাড. এইচ.এম. তসলিম উদ্দিন।
অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত খাদ্য বিতরণী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি এবং আজীবন দাতা সদস্য প্রকৌশলী মোঃ আকিদুল ইসলাম আসলাম, গভর্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম বাবলু, সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমীন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি অ্যাড. এইচ.এম. তসলিম উদ্দিন এবং অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার তাদের বক্তব্যকালে অস্ট্রেলিয়া প্রবাসী নাহিদা আক্তারের কল্যাণমূলক কাজের প্রসংশা করেন এবং ভবিষ্যতেও কল্যাণমূলক কাজে তাকে পাশে পাবেন বলে প্রত্যাশা করেন। পরে দোয়া মোনাজাত এবং খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অদ্যকার অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।