চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির

নিজস্ব প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম- এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৭ অগস্ট) মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থা ও চাঁদপুর ক্লাব এর যৌথ আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান , বিদায়ী চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মো. শহীদ উল্লাহ, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফুটবল উপ কমিটির সাধারণ সম্পদক শাহীর হোসেন পাটওয়ারী।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আমরা একে অপরকে পড়তে পারতাম। অনেক জটিল জটিল কাজ আমরা পরামর্শ করে সমাধান করেছি। যে মানুষের ভেতরে সত্যিকারের মানুষ লুকিয়ে থাকে তার মন-মনন হয় সুন্দর। তার দৃষ্টি হয় একটা আয়না। সে সুন্দরকে চিনতে পারে।

তিনি আরও বলেন, চাঁদপুর কাজ করার মতো চমৎকার একটি প্লাটফরম। ডিসি সম্মেলনে চাঁদপুরকে আলাদা মর্যাদা দেয়া হয়। সভ্যতার অনেক উচ্চতায় চাঁদপুরের অবস্থান।

যে উচ্চতায় পৌঁছতে পারলে মানুষ নান্দনিক সুন্দরকে লালন করে। এখানে মারামারি কাটাকাটি নেই। বিদায়ী পুলিশ সুপারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনি যেখানেই থাকেন চাঁদপুরকে লালন করবেন।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, চাঁদপুরে মাত্র ১বছর ১১দিন কাজ করেছি। এখানে পুলিশিংটা স্বর্গের মতো ছিলো। এই প্রথম কোনো জেলায় আমি ওয়ালেছ সাথে না নিয়ে ঘুমিয়েছি। এখানে আইনশৃঙ্খলা অন্য যে কোনো জেলার চেয়ে ভালো। এখানকার মানুষ খুবই সচেতন। যে কোনো সমস্যায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।

তিনি আরও বলেন, অন্য যে কোনো জেলার চেয়ে চাঁদপুরে ভালো কেটেছে। এই জেলাকে প্রশাসনিক জেলা বলা যায়। এখানে প্রশানকে অনেক সম্মান করা হয়। কারণ এই জেলায় শিক্ষিত মানুষ, তারা আইন মেনে চলে। এখানকার কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা প্রশংসার দাবীদার।

চাঁদপুরবাসীকে খুব মিস করবো এবং টেনিস ক্লাবকেও মিস করবো। আপনারা লোকজনকে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারে। আর ভালোবাসা যে দেয় সে ভালোবাসা পায়। আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় এমসয় চাঁদপুর ক্লাব ও ক্রিড়া সংস্থার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির

বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম- এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৭ অগস্ট) মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থা ও চাঁদপুর ক্লাব এর যৌথ আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান , বিদায়ী চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মো. শহীদ উল্লাহ, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফুটবল উপ কমিটির সাধারণ সম্পদক শাহীর হোসেন পাটওয়ারী।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আমরা একে অপরকে পড়তে পারতাম। অনেক জটিল জটিল কাজ আমরা পরামর্শ করে সমাধান করেছি। যে মানুষের ভেতরে সত্যিকারের মানুষ লুকিয়ে থাকে তার মন-মনন হয় সুন্দর। তার দৃষ্টি হয় একটা আয়না। সে সুন্দরকে চিনতে পারে।

তিনি আরও বলেন, চাঁদপুর কাজ করার মতো চমৎকার একটি প্লাটফরম। ডিসি সম্মেলনে চাঁদপুরকে আলাদা মর্যাদা দেয়া হয়। সভ্যতার অনেক উচ্চতায় চাঁদপুরের অবস্থান।

যে উচ্চতায় পৌঁছতে পারলে মানুষ নান্দনিক সুন্দরকে লালন করে। এখানে মারামারি কাটাকাটি নেই। বিদায়ী পুলিশ সুপারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনি যেখানেই থাকেন চাঁদপুরকে লালন করবেন।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, চাঁদপুরে মাত্র ১বছর ১১দিন কাজ করেছি। এখানে পুলিশিংটা স্বর্গের মতো ছিলো। এই প্রথম কোনো জেলায় আমি ওয়ালেছ সাথে না নিয়ে ঘুমিয়েছি। এখানে আইনশৃঙ্খলা অন্য যে কোনো জেলার চেয়ে ভালো। এখানকার মানুষ খুবই সচেতন। যে কোনো সমস্যায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।

তিনি আরও বলেন, অন্য যে কোনো জেলার চেয়ে চাঁদপুরে ভালো কেটেছে। এই জেলাকে প্রশাসনিক জেলা বলা যায়। এখানে প্রশানকে অনেক সম্মান করা হয়। কারণ এই জেলায় শিক্ষিত মানুষ, তারা আইন মেনে চলে। এখানকার কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা প্রশংসার দাবীদার।

চাঁদপুরবাসীকে খুব মিস করবো এবং টেনিস ক্লাবকেও মিস করবো। আপনারা লোকজনকে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারে। আর ভালোবাসা যে দেয় সে ভালোবাসা পায়। আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় এমসয় চাঁদপুর ক্লাব ও ক্রিড়া সংস্থার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ