চাঁদপুরে শহর রক্ষা বাঁধে ভাঙ্গন, জেলা প্রশাসনের তাৎক্ষনিক পদক্ষেপ
নিজস্ব প্রতিনিধি,চাঁদপুর:চাঁদপুরে শহর রক্ষা বাঁধে হঠৎ ভাঙ্গনে বেশ কয়েকটি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের তীব্রতা ঠেকাতে চাঁদপুর জেলা প্রশাসনের তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করেছে। গতকাল রাত ৯টার দিকে শুরু হওয়া ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে।
জানা গেছে, চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স এর শহর রক্ষা বাঁধের সম্মূখস্থ ২০০ মিটার এলাকায় রাত ৯টার দিকে হঠাৎ করে ভাঙ্গন দেখা দেয় ।
খবর পেয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও অলিদুজ্জামান,প্যানেল মেয়র সিদ্দিক ঢালি, পুলিশ সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক নেতৃবৃন্দ, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
চাঁদপুর জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
নদীর প্রবল স্রোত ও ঘূর্ণনের ফলে এরই মধ্যে ৭ টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে । বাঁধের ঝুঁকিপূর্ণ সকল ঘর থেকে লোকজন ও তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। মন্দির কমপ্লেক্স রক্ষায় এখনো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে ।
জেলা প্রশাসন কতৃপক্ষ, পুলিশ সদস্যবৃন্দ,পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস নির্ঘুম রাত কাটিয়ে সর্বাত্ম ভোর ৪ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ।