চাঁদপুর কারাগারে খেলনা সামগ্রী বিতরণ করলেন ম্যাজিস্ট্রেট মাহমুদ জামান
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা কারাগারে শিশুদের খেলনা সামগ্রী বিতরণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান। আজ বুধবার (২১ আগস্ট) খেলনা সামগ্রী ও শিশুদের জামা কাপর বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, জেলখানায় প্রায়শই বিভিন্ন অপরাধে অভিযুক্ত/সাজাপ্রাপ্ত মায়েদের সঙ্গে ছোট ছোট শিশুও অবস্থান করে। কিন্তু এসব নিষ্পাপ শিশুদের জন্য জেলখানার অভ্যন্তরে থাকে না কোন খেলাধুলার সামগ্রী কিংবা অন্য কোন চিত্ত বিনোদনের কোন ব্যবস্থা।
তিনি আরো বলেন, আজ সমাজসেবা অধিদপ্তর এর অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতি থেকে প্রাপ্ত কিছু খেলাধূলার সামগ্রী ও জামা কাপড় চাঁদপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়। আশা করছি এখন থেকে চাঁদপুর জেলখানায় মায়ের সঙ্গে কোন শিশু অবস্থান করলে এই খেলনাগুলো তাদের জন্য কিছুটা হলেও আনন্দ জোগাবে।
খেলাধূলার সামগ্রী ও জামা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, প্রবেশন অফিসার, সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেল সুপার ও জেলার ,চাঁদপুর কারাগার।