চামড়া নিয়ে সংকট সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ে আজ বিশেষ বৈঠক
অনলাইন নিউজ: চামড়া নিয়ে বিশেষ বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বেলা ১১ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, আড়তদার ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এদিকে, কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নামায় খুচরা ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে।
অনেক ব্যবসায়ী মূল্য কম হওয়ায় আড়তদারদের কাছে চামড়া বিক্রি না করে মাটিতে পুঁতে রেখেছেন। চামড়ার দরপতন নিয়ে তোলপাড় শুরু হলে বাণিজ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে কাঁচা চামড়া বিদেশে রপ্তানির অনুমোদন দেয়া হয়।
এনিয়ে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন প্রতিবাদ জানিয়ে আসছিল।
অন্যদিকে, চামড়ার আড়তদাররা বলেছেন, বকেয়া পরিশোধ করা না হলে তারা ট্যানারির মালিকদের কাছে চামড়া বিক্রি করবেন না। এমন অবস্থার মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় জরুরি বৈঠক ডেকেছে