চিকিৎসার জন্য লন্ডন গেলেন সিরাজুল আলম খান

নিজস্ব প্রতিবেদক: ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান চিকিৎসার জন্য লন্ডন গেলেন।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১ টা ৪০ মিনিটে (গতরাতে) লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
লন্ডন থেকে তিনি ফলোআপ চিকিৎসার জন্য সাইপ্রাস ও যুক্তরাষ্ট্র যাবেন। চিকিৎসা শেষে তিনি আগামী ৩০ নভেম্বর রওনা দিয়ে ১ ডিসেম্বর ২০১৯ ইং ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য গত ১৭ আগস্ট ২০১৭ ইং উত্তর সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর কোমর ও নিতম্বে (উরুসন্ধি) ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচার করা হয়।
উত্তর সাইপ্রাসে জটিল হিপজয়েন্ট অপারেশনের পর দেশে ফিরে সুস্থবোধ করলেও দীর্ঘদিন তিনি হিপজয়েন্ট ছাড়াও পিঠের ব্যথা, হাঁটু ও দুই কাঁধের ব্যথায় প্রায় শয্যাশায়ী ছিলেন।
বার্তা প্রেরক:
শিকদার মোঃ নিজাম