চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য

সোহেল আহমেদ, চট্টগ্রাম: চুরি হয়ে যাওয়া দামি মোবাইল ফোন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তা তার মালিকের নিকট ফিরিয়ে দিয়ে  বিষ্ময়কর সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে অভিযোগ পেলেই তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন থেকে।

অভিযোগ ছাড়াও অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দিচ্ছে পুলিশ। অথছ গত পাঁচ বছর আগেও মানুষ এই সেবা অভিযোগ দিয়েও পেয়েছে বলে নজিড় নেই। বর্তমানে ডিজিটাল ব্যবস্থায়পুলিশ প্রশাসন নাগরীগ সেবায় অত্যন্ত আন্তরিক।

মোবাইল চুরি বা হারানো গেলে থানায় জিডি’র পাশাপাশি পুলিশ কমিশনারের দপ্তরে সরাসরি অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। একই সাথে এ নিয়ে কাজ করছে নগরীর কতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানা পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের আইসিটি (ডিবি) বিভাগের সাব ইন্সপেক্টর কাজী জহির মামুন রাইজিংবিডিকে বলেন, ‘মোবাইল ফোন হারানো, ছিনতাই বা চুরি হলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ফোন উদ্ধার করা হচ্ছে। পরে সেগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি।’

এ বিষয়ে পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনা থাকার কথা উল্লেখ করে মামুন জানান, পুলিশ কমিশনারের দপ্তরেই মোবাইল ফোন হারানোর ব্যপারে অভিযোগ গ্রহণ করা হয়। সেসব অভিযোগ দ্রুততার সাথে নিষ্পত্তি করে আইসিটি বিভাগ।

একটি আইফোন চুরির ঘটনায় সেটি উদ্ধার এবং প্রকৃত মালিকের হাতে তুলে দেয়ার উদাহরণ দিয়ে এসআই জহির মামুন জানান, গত ১ আগস্ট রাতে নগরীর জিইসি মোড়ের একটি আবাসন কোম্পানির অফিসে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় চোরচক্র একটি আইফোন ৮ প্লাস চুরি করে নিয়ে যায়। গভীর রাতে চুরি হওয়া ফোন কখনো ফিরে পাবেন এই চিন্তা মাথায়ও আসেনি সংশ্লিষ্ট আবাসন কোম্পানির মালিকের।

ঘটনার প্রায় ১০ দিন পর পৃথক একটি ঘটনায় নগরীর চকবাজার এলাকা থেকে এক চোরকে ধাওয়া করে চকবাজার থানার এসআই আরিফুল ইসলাম। চোরকে আটক করতে ব্যর্থ হন তিনি। চোর পালিয়ে গেলেও তার কাছ থেকে একটি আইফোন পড়ে যায়। সেই আই ফোনের মালিক কে, তখনো জানেন না এসআই আরিফ। এছাড়া চার্জ না থাকায় ফোনটি বন্ধ ছিল। সিকিউরিটি লক তো ছিলই।

এসআই আরিফুল ইসলাম ফোনটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা চালন। তিনি ফোনটি নগর পুলিশের আইসিটি বিভাগে পাঠিয়ে দেন। সেখানে এসআই জহির মামুন এবং কম্পিউটার অপারেটর আল আমীন পুলিশের ঢাকা আইসিটি বিভাগের সহায়তায় দীর্ঘ ১৫ দিনের চেষ্টায় প্রকৃত মালিককে খুঁজে বের করেন। উপযুক্ত সব প্রমাণপত্র দেখে সোমবার দুপুরে নগরীর গোয়েন্দা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফোনটি প্রকৃত মালিক এএনজেড প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

আইফোন ফিরে পেয়ে অভিভুত মাহমুদুল হক রাইজিংবিডিকে বলেন, ‘ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেল স্টোর থেকে কেনা হয়েছিল। দেশে এনে ব্যবহার শুরু করার আগেই ফোনটি অফিস থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার ২৫ দিন পর বিস্ময়রকভাবে ফোনটি ফেরত পাওয়া গেছে। অজ্ঞাত চোরের কাছ থেকে এই ফোন উদ্ধার করে স্বপ্রণোদিত হয়ে পুলিশ আমাকে খূঁজে বের করেছে। সেজন্য নগর পুলিশকে অভিনন্দন।’

এদিকে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশও অসংখ্য চুরি যাওয়া ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের খুঁজে বের করে ফেরত দিচ্ছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ‘অভিযানে চোর, ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের কাছে যেসব চুরি ছিনতাইয়ের মোবাইল ফোন পাওয়া যায়- সেগুলোর প্রকৃত মালিককে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খূঁজে বের করি। এরপর প্রকৃত মালিককে থানায় ডেকে তার ফোনটি ফিরিয়ে দেই।’

দৈনিক বরিশাল ২৪

চুরি হওয়া মোবাইল উদ্ধারে চট্টগ্রাম পুলিশের বিস্ময়কর সাফল্য

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ

সোহেল আহমেদ, চট্টগ্রাম: চুরি হয়ে যাওয়া দামি মোবাইল ফোন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তা তার মালিকের নিকট ফিরিয়ে দিয়ে  বিষ্ময়কর সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে অভিযোগ পেলেই তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন থেকে।

অভিযোগ ছাড়াও অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দিচ্ছে পুলিশ। অথছ গত পাঁচ বছর আগেও মানুষ এই সেবা অভিযোগ দিয়েও পেয়েছে বলে নজিড় নেই। বর্তমানে ডিজিটাল ব্যবস্থায়পুলিশ প্রশাসন নাগরীগ সেবায় অত্যন্ত আন্তরিক।

মোবাইল চুরি বা হারানো গেলে থানায় জিডি’র পাশাপাশি পুলিশ কমিশনারের দপ্তরে সরাসরি অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। একই সাথে এ নিয়ে কাজ করছে নগরীর কতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানা পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের আইসিটি (ডিবি) বিভাগের সাব ইন্সপেক্টর কাজী জহির মামুন রাইজিংবিডিকে বলেন, ‘মোবাইল ফোন হারানো, ছিনতাই বা চুরি হলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ফোন উদ্ধার করা হচ্ছে। পরে সেগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি।’

এ বিষয়ে পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনা থাকার কথা উল্লেখ করে মামুন জানান, পুলিশ কমিশনারের দপ্তরেই মোবাইল ফোন হারানোর ব্যপারে অভিযোগ গ্রহণ করা হয়। সেসব অভিযোগ দ্রুততার সাথে নিষ্পত্তি করে আইসিটি বিভাগ।

একটি আইফোন চুরির ঘটনায় সেটি উদ্ধার এবং প্রকৃত মালিকের হাতে তুলে দেয়ার উদাহরণ দিয়ে এসআই জহির মামুন জানান, গত ১ আগস্ট রাতে নগরীর জিইসি মোড়ের একটি আবাসন কোম্পানির অফিসে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় চোরচক্র একটি আইফোন ৮ প্লাস চুরি করে নিয়ে যায়। গভীর রাতে চুরি হওয়া ফোন কখনো ফিরে পাবেন এই চিন্তা মাথায়ও আসেনি সংশ্লিষ্ট আবাসন কোম্পানির মালিকের।

ঘটনার প্রায় ১০ দিন পর পৃথক একটি ঘটনায় নগরীর চকবাজার এলাকা থেকে এক চোরকে ধাওয়া করে চকবাজার থানার এসআই আরিফুল ইসলাম। চোরকে আটক করতে ব্যর্থ হন তিনি। চোর পালিয়ে গেলেও তার কাছ থেকে একটি আইফোন পড়ে যায়। সেই আই ফোনের মালিক কে, তখনো জানেন না এসআই আরিফ। এছাড়া চার্জ না থাকায় ফোনটি বন্ধ ছিল। সিকিউরিটি লক তো ছিলই।

এসআই আরিফুল ইসলাম ফোনটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা চালন। তিনি ফোনটি নগর পুলিশের আইসিটি বিভাগে পাঠিয়ে দেন। সেখানে এসআই জহির মামুন এবং কম্পিউটার অপারেটর আল আমীন পুলিশের ঢাকা আইসিটি বিভাগের সহায়তায় দীর্ঘ ১৫ দিনের চেষ্টায় প্রকৃত মালিককে খুঁজে বের করেন। উপযুক্ত সব প্রমাণপত্র দেখে সোমবার দুপুরে নগরীর গোয়েন্দা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফোনটি প্রকৃত মালিক এএনজেড প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

আইফোন ফিরে পেয়ে অভিভুত মাহমুদুল হক রাইজিংবিডিকে বলেন, ‘ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেল স্টোর থেকে কেনা হয়েছিল। দেশে এনে ব্যবহার শুরু করার আগেই ফোনটি অফিস থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার ২৫ দিন পর বিস্ময়রকভাবে ফোনটি ফেরত পাওয়া গেছে। অজ্ঞাত চোরের কাছ থেকে এই ফোন উদ্ধার করে স্বপ্রণোদিত হয়ে পুলিশ আমাকে খূঁজে বের করেছে। সেজন্য নগর পুলিশকে অভিনন্দন।’

এদিকে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশও অসংখ্য চুরি যাওয়া ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের খুঁজে বের করে ফেরত দিচ্ছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ‘অভিযানে চোর, ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের কাছে যেসব চুরি ছিনতাইয়ের মোবাইল ফোন পাওয়া যায়- সেগুলোর প্রকৃত মালিককে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খূঁজে বের করি। এরপর প্রকৃত মালিককে থানায় ডেকে তার ফোনটি ফিরিয়ে দেই।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ