ছবিতে দেখুন বরিশাল সদর উপজেলায় খেজুর গাছের বীজ রোপন
বরিশালে ১ কোটি খেজুর গাছের বীজ রোপনের উদ্ধোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।
এর মধ্যে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্র্ী জনপ্রতিনিধি সহ এলাকার স্থানীয়রা বেশ উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই বীজ রোপনে সহযোগীতা করে।
পরিবেশের ভারসাম্য রক্ষার বরিশাল জেলা জুড়ে প্রায় ১ কোটি খেজুর গাছের বীজ রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
আজ শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তিনমাস ব্যাপী কার্যক্রমের উদ্ধোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারসহ সংশ্লিষ্ঠরা।
এ সময় বাবুগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি,পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক হরিদাস শিকারী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্কুল সভাপতি ইকবাল আহমেদ আজাদসহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি।
বরিশাল জেলার ১০ টি উপজেলায় আজ একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং নিজ উদ্যোগে প্রত্যেক গ্রামীণ সড়কের পাশে, বসতবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানর চারপাশে খেজুর গাছের বীজ বপন কর্মসূচির কর্যক্রম শুরু করা হয়।
পর্যায়ক্রমে তিনমাস ব্যাপী প্রায় ১ কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে বলে জলো প্রশাসন সুত্র জানিয়েছে।