‘ছাত্রলীগের ছেলেরা মাদক নিলে ছাত্রলীগগিরি শেষ করে দেব’

মো: ইয়াছিন শেখ(ঈশ্বরদী) পাবনা থেকে:পাবনা-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফ বলেছেন, ‘ছাত্রলীগের কোনো ছেলে মাদক হাতে নিলে তাঁর ছাত্রলীগগিরি চিতরে শেষ করে দেব। সে বাতিল। নেতা তো দূরের কথা, দলে তার সদস্যপদও বাতিল হয়ে যাবে। যুবলীগ বা আওয়ামী লীগের ক্ষেত্রেও একই কথা। দলে ঘুষ, দুর্নীতি, দাঙ্গাবাজি, গুন্ডামি চলবে না। এসব দল থেকে উৎখাত করতে চাই।’
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদীতে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ বক্তব্যে ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘দেশের নেতৃত্ব দেবে কৃষক, শ্রমিক, লেখাপড়া জানা ভালো মানুষেরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইউরোপ, আমেরিকা এখন বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক বিস্ময় প্রকাশ করছে।
’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কাদের, নার্সারি কৃষক আতাউর রহমান প্রমুখ। এই মেলা সাত দিন চলবে।