জনসেবায় অবদান, বরিশালে শ্রেষ্ঠ অফিসার এসপি মাহমুদ হাসান
সোহেল আহমেদ: ইভটেজিং,বাল্য বিবাহ,যৌতুক,মাদক প্রতিরোধ সহ নানা অপরাধ দমন ও মানুষের মাঝে সচতেনতা বৃদ্ধিতে জনগণের কাছে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এমএম মাহমুদ হাসান। জনসেবামূলক কাজ করে আবারও তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ৭বার এ শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার (৯ জুলাই) রেঞ্জের ২য় ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
সভায় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, এমএম মাহমুদ হাসান ২০১৫ সালের ২ সেপ্টেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে ঝালকাঠি জেলায় যোগদানের পর থেকে তার চৌকস নেতৃত্বে জেলায় মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং কার্যক্রম এবং অপরাধ দমনসহ আইন-শৃংখলার সার্বিক উন্নয়নে কাজ করছে পুলিশ।
এই সকল অবদানের জন্যই তিনি বরিশাল রেঞ্জে ৮ম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসারের স্বীকৃতি পেয়েছেন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান প্রতিবেদককে বলেন, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করায় রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।
সবসময় আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও তার তত্তাবধানে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করে যাব। এসপি মাহমুদ সাধারন মানুষকে পুলিশের প্রতি আস্থা রেখে তথ্য প্রদানে সহয়তা করার আহবান জানান।