জাতীয় পার্টি দূর্গত মানুষের পাশে ছিলো থাকবে সব সময়: জিএম কাদের
মাহমুদ হাসান,ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি দূর্গত মানুষের পাশে ছিলো সব সময়। জাতীয় পার্টি সারা জীবনই আর্তমানুষের পাশে থাকবে। দেশের মানুষের দুঃখ-দুর্দশায় আমরা তাদের পাশে থাকবো তাদের অধিকার আদায়ের আন্দোলনে।
তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমরা পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দূর্গত মানুষের পাশে আছি সহায়তার হাত বাড়াতে। আমরা সাধ্যমত সহায়তা পৌছে দেবো বন্যার্ত মানুষের মাঝে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মান করে দেশের মানুষকে বাঁচান।
আজ বুধবার (২৪ জুলাই)দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল মাঠে প্রায় ৫ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, বন্যা দূর্গত মানুষের কাছে যথাযথ ভাবে ত্রাণ পৌছছেনা। সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রকৃত দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করুন। বলেন, ত্রাণ নিয়ে কেউ অনৈতিক কাজ করলে তা মেনে নেয়া হবেনা।
ত্রাণ বিতরণে অনিয়ম হলে তা সংসদে আমরা তুলে ধরবো। গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের চারটি জানাজায় মানুষের ঢল প্রমান করে, তিনি কত বেশি জনপ্রিয় ছিলেন।
পল্লীবন্ধুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এখনো প্রতিদিন হাজারো মানুষ পল্লীবন্ধুর কবরের পাশে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
শুধু বাংলাদেশ নয় সারা বিশে^র বরেণ্য নেতারা পল্লীবন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে একজন অকৃত্রিম দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন।