জাতীয় শোক দিবসে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
কুষ্টিয়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে তার প্রতি নিবেদন করেছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
বৃহস্পতিবার(১৫ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুষ্টিয়া শহরের কালেক্টররেট চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এসময় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ ইসমত আরা খাতুন, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম হাসিবুর রশিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শ্রাবণী বাগচী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপাচার্যের নেতৃত্বে শোকর্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।