জাপার ২৬ এমপির ২৪ জনের সমর্থন পেয়ে বিরোধী দলীয় নেতা নির্বাচিত জিএম কাদের
অনলাইন নিউজঃ রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে জাতীয় পার্টি। দলের কাউন্সিলর ‘ডাকার’ চিঠি প্রত্যাহারে রাজি না হওয়ায় থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে জাপার সংসদীয় দল।
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে স্পিকার ড. শিরিন শারমিনকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে জাতীয় পার্টি। স্পিকারের অনুমোদন পেলে জাপা চেয়ারম্যান জিএম কাদের বিরোধীদলীয় নেতার পদে বসবনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় চিফহুইপ মসিউর রহমান রাঙ্গাঁ স্পিকারের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে চিঠি দেন। এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, দলীয় এমপি ফখরুল ইমাম, আহসান আদেলুর রহমানসহ কয়েকজন ছিলেন।
মুজিবুল হক চুন্নু সমকালকে বলেন, দলের ২৬ এমপির ২৪ জন বিরোধীদলীয় নেতা পদে জিএম কাদেরকে সমর্থন দিয়েছেন। রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক ও এমপি পদে থাকবেন।সূত্রঃ সমকাল