জাপা নেতা তাপসের পিতার ৮ম মৃত্যুবার্ষিকী পালন করল জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টি চেয়রাম্যানের উপদেষ্টা বরিশাল মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর পিতা আলহাজ্ব শফিউদ্দিন হাওলাদার এর ৮ম মৃর্ত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর এর আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড এম এ জলিল, জাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা জাতীয় যুব সংহতি আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, জাপা নেতা আব্দুল আলীম মাস্টার, কামরুজ্জামান চৌধুরী কামাল, মহানগর যুব সংহতি সদস্য সচিব রফিকুল ইসলাম, জুম্মান হায়দার, হান্নান, আল-আমীন সহ জাতীয় পার্টি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।